Thursday, April 18, 2024
spot_img
Homeধর্মসব কিছু আল্লাহর দৃষ্টিসীমার ভেতর

সব কিছু আল্লাহর দৃষ্টিসীমার ভেতর

আল্লাহর একটি গুণবাচক নাম ‘বাসির’ (সর্বদ্রষ্টা)। পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে ‘বাসির’ গুণে গুণান্বিত করা হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তোমাদের যে উপদেশ দেন, তা কত উত্কৃষ্ট! আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ’  (সুরা : নিসা, আয়াত : ৫৮)

তবে মহান আল্লাহর দৃষ্টিশক্তি কোনো সৃষ্টির দৃষ্টিশক্তির সঙ্গে তুল্য নয়।

আল্লাহ নিজেই বলেন, ‘কোনো কিছুই তাঁর সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ’ (সুরা : আশ-শুরা, আয়াত : ১১)

আল্লাহর দৃষ্টিশক্তি সার্বিক বিচারে পূর্ণ এবং এতে অপূর্ণতার কোনো দিক নেই। ইরশাদ হয়েছে, ‘তিনি কত সুন্দর দ্রষ্টা ও শ্রোতা! তিনি ছাড়া তাদের অন্য কোনো অভিভাবক নেই। তিনি কাউকে নিজ কর্তৃত্বের অংশীদার করেন না। ’ (সুরা : কাহফ,  আয়াত : ২৬)

অর্থাৎ আল্লাহ অস্তিত্বশীল সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন। কোনো কিছুই তাঁর আড়ালে ও অগোচরে নয়। আবু মুসা আশআরি (রা.) বলতেন, হে মানুষ! তোমরা নিজেদের প্রতি অনুগ্রহ করো। নিশ্চয়ই তোমরা কোনো বধির বা অনুপস্থিত সত্তার প্রার্থনা করছ না। তোমরা সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা সত্তার প্রার্থনা করছ। তোমরা যাঁর কাছে প্রার্থনা করছ তিনি তোমাদের বাহনের ঘাড়ের চেয়েও নিকটবর্তী। (সহিহ বুখারি, হাদিস : ৬৩৮৪)

আল্লামা সাদি বলেন, ‘বাসির এমন সত্তা, যিনি সব কিছু দেখেন। যদিও তা ছোট ও সূক্ষ্ম হয়। তিনি ভয়াবহ অন্ধকার রাতে কালো পাথরের ওপর চলমান ছোট্ট কালো পিঁপড়াটিও দেখেন। সাত জমিনের নিচে এবং সাত আসমানের ওপর যা কিছু আছে সব দেখেন। ’ (তাফসিরে সাদি : ৯/৪৬)

আল-মাউসুয়াতুল আকাদিয়া

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments