Friday, March 29, 2024
spot_img
Homeবিনোদন‘সবকিছুই নতুন করে শিখতে হচ্ছে’

‘সবকিছুই নতুন করে শিখতে হচ্ছে’

ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখি। চলতি বছরের ২৮শে জানুয়ারি শুটিং সেটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে পুড়ে যায় তার শরীরের ৩৫ শতাংশ। তারপর থেকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে তার। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। তার এমন বিপদের দিনে যারা পাশে ছিলেন সামাজিক মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আঁখি। সেই কষ্টের দিনগুলো স্মরণ করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, এখন আমি অল্প অল্প হাঁটতে পারি, একটু একটু করে হাত মুঠ করতে পারি, আগের মতো কথা বলতে পারি, কষ্ট করে নিজের হাতে খেতেও পারি, সবকিছুই আমাকে নতুন করে শিখতে হচ্ছে। নিজেকে মনে হয়, আমি একটা নিউবর্ন বেবি। এটা আমার জন্য সেকেন্ড লাইফ। অভিনেত্রী আরও লিখেন, যেদিন হাসপাতালে ভর্তি  হয়েছিলাম আমার দুই হাত-পা ডিপ বার্ন আর মুখ সুপার ফেসিয়াল বার্ন, সঙ্গে শ্বাসনালিও আক্রান্ত ছিল। এতটাই খারাপ অবস্থায় ছিলাম, চিকিৎসক নিশ্চয়তা দিতে পারছিলেন না আমি ফিরে আসতে পারবো কিনা।

যখন আইসিইউতে ছিলাম তখন বেঁচে ফেরার সম্ভাবনা মাত্র ৩০ শতাংশ। প্রতি রাতে ১০৪-১০৫ ডিগ্রি জ্বরের ঘোরে শুধু ফ্লাশব্যাকের মতো ফেলে আসা স্মৃতিগুলো চোখের সামনে আসতো। মনে হতো মানুষ তার অন্তিম মুহূর্তে এভাবেই বুঝি ভালো স্মৃতিগুলো দেখতে দেখতে চলে যায়। কিন্তু এই  ভালো স্মৃতিগুলোই আমাকে ফিরে আসতে শক্তি জুগিয়েছে। বোঝাতে পারবো না গত দু’-মাস ধরে কী কঠিন যুদ্ধ আমাকে করতে হচ্ছে। অভিনেত্রী লেখেন, আল্লাহ্‌ স্বয়ং তার রহমতের চাদর দিয়ে আমাকে জড়িয়ে রেখেছিলেন বলেই আমি বেঁচে  ফিরেছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments