Thursday, March 28, 2024
spot_img
Homeখেলাধুলাসত্যিই কি বাংলাদেশে আসছেন হামজা?

সত্যিই কি বাংলাদেশে আসছেন হামজা?

ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা একমাত্র বৃটিশ-বাংলাদেশি খেলোয়াড় হামজা চৌধুরী। প্রিমিয়ার লীগের ক্লাব লেস্টার সিটিতে খেলতেন হামজা চৌধুরী। এমন একজন খেলোয়াড়কে বাংলাদেশের হয়ে পেতে অনেকদিন ধরেই মুখিয়ে রয়েছে বাংলাদেশ। তবে এতদিন ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখলেও এবার বাংলাদেশের হয়ে খেলার কথা বলেছেন বৃটিশ বংশোদ্ভূত বাংলাদেশি এ ফুটবলার। হামজার আাগ্রহের ভিত্তিতে এরইমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
হামজার  বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘হামজা চৌধুরি আমাদের গর্ব। তিনি ইংল্যান্ডের একটি শীর্ষ ক্লাবে খেলছেন। তিনি একটি সাক্ষাৎকারে বাংলাদেশে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। সেখানে একটু খেয়াল করলে দেখা যাবে, আরও দুই বছর তিনি ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করবেন, এরপর বাংলাদেশের হয়ে খেলার কথা বলেছেন।’ 
আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকারের পর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও তিনি তার আগ্রহের কথা প্রকাশ করেছেন। আগামী মাসে তার বাংলাদেশে আসারও সম্ভাবনা রয়েছে। জাতীয় দল কমিটির চেয়ারম্যান এ নিয়ে বলেন, ‘এর আগেও আমরা তার ক্লাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি।

সাম্প্রতিক সময়েও করেছি। বিগত সময় তেমন উত্তর না পেলেও এবার একটি উত্তর পাওয়া গেছে। তবে সেই উত্তরও বেশ গতানুগতিক। তারা বলেছে, আমাদের চিঠি তারা পেয়েছে বিষয়টি নিয়ে পরে জানাবে। তিনি খেলতে চাইলে আমরা অবশ্যই স্বাগত জানাব।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments