Friday, March 29, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিশেষ হলো ইনফো-সরকার তৃতীয় পর্যায় প্রকল্প

শেষ হলো ইনফো-সরকার তৃতীয় পর্যায় প্রকল্প

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার তৃতীয় পর্যায়) প্রকল্প শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে প্রকল্পটির সমাপনী অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, তথ্য-প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনফো-সরকার প্রকল্পের পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বিসিসি নির্বাহী পরিচালক রণজিৎ কুমার। এই প্রকল্পের ফলে সারা দেশের ৬০ শতাংশ ভৌগোলিক এলাকার প্রায় ১০ কোটি মানুষ উচ্চগতির ইন্টারনেট সুবিধার আওতায় এসেছে। দেশের প্রান্তিক জনপদে দ্রুতগতির ইন্টারনেট সেবা সরবরাহের লক্ষ্য নিয়ে ২০১৭ সালে শুরু হয় এই প্রকল্প।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments