Thursday, April 18, 2024
spot_img
Homeখেলাধুলাশীর্ষে থেকেই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

শীর্ষে থেকেই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

ফিফা র‌্যাঙ্কিং

কাতার বিশ্বকাপের আগে সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করলো ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। শীর্ষ ৫-এ কোনো পরিবর্তন আসেনি। যথারীতি শীর্ষে ব্রাজিল। বেলজিয়াম দুই নম্বরে। তিনে আর্জেন্টিনা, চারে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং পাঁচে রয়েছে ইংল্যান্ড। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে ইতালি। এক ধাপ পিছিয়ে স্পেন নেমে গেছে সাতে। এর পরে রয়েছে নেদারল্যান্ডস, পর্তুগাল ও ডেনামার্ক। বাংলাদেশের জন্য কোনো সুখবর নেই। আগের ১৯২ নম্বরেই লাল-সবুজের প্রতিনিধিরা। 
সেপ্টেম্বর মাসের ফিকশ্চারের ওপর ভিত্তি করে নতুন র‌্যাঙ্কিং দিয়েছে ফিফা।

সবমিলিয়ে ১৭২টি ম্যাচ খেলা হয়েছে সেপ্টেম্বরে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ঘানা (৫)। র‌্যাঙ্কিংয়ে উন্নতিতে সবচেয়ে এগিয়েছে আজারবাইজান। পাঁচ ধাপ এগিয়েছে তারা। আর ছয় ধাপ পিছিয়েছে নরওয়ে। 
উয়েফা নেশনস লীগের সেমিফাইনাল নিশ্চিত করা ক্রোয়েশিয়া এগিয়েছে তিন ধাপ। বিশ্বকাপের বর্তমান রানার্সআপরা উঠে এসেছে ১২ নম্বরে। দুই ধাপ এগিয়ে শীর্ষ ২০-এ ঢুকে পড়েছে এশিয়ার দেশ ইরান। সার্বিয়া চার ধাপ এগিয়ে রয়েছে ২১ নম্বরে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments