Thursday, March 28, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিশীতে গাড়ির রেঞ্জ কমায় টেসলাকে জরিমানা

শীতে গাড়ির রেঞ্জ কমায় টেসলাকে জরিমানা

গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে ইলেকট্রিক গাড়ি নির্মাতা কম্পানি টেসলাকে ২২ লাখ ডলার জরিমানা করেছে দক্ষিণ কোরিয়ার ফেয়ার ট্রেড কমিশন। টেসলার ইলেকট্রিক গাড়ির রেঞ্জ (এক চার্জে নির্দিষ্ট দূরত্ব অতিক্রমের সক্ষমতা) বিষয়ে ভুল তথ্য দেওয়ায় এই জরিমানা করা হয়। অভিযোগে বলা হয়, বিজ্ঞাপনে যা দাবি করা হয়েছে তার অর্ধেক রেঞ্জ অতিক্রম করতে পারছে টেসলা গাড়ি। অতিরিক্ত শীতের কারণে এই সমস্যা দেখা দিচ্ছে।

ঠাণ্ডায় যে গাড়ির রেঞ্জ কমে অর্ধেকে দাঁড়াবে, তা বিজ্ঞাপনে উল্লেখ না করায়ই বিপদে পড়েছে টেসলা। যদিও অতিরিক্ত শীতে ড্রাইভিংয়ের ব্যাপারে নিজেদের ওয়েবসাইটে কিছু পরামর্শ দিয়েছে তারা। চার্জ কতখানি খরচ হচ্ছে, তার হিসাব রাখতে এনার্জি অ্যাপ ব্যবহারের কথাও বলেছে। তবে সেখানে শূন্য ডিগ্রি বা তার চেয়ে কম তাপমাত্রার কারণে রেঞ্জ অর্ধেক হয়ে যাওয়ার বিষয়ে কিছু লেখা নেই। জরিমানার ব্যাপারে টেসলার পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এর আগে ২০২১ সালে দক্ষিণ কোরিয়ার একটি ভোক্তা সংগঠন সিটিজেন ইউনাইটেড ফর কনজিউমার সভেরেইনটি টেসলার বিরুদ্ধে অভিযোগ তোলে। তারা জানায়, শীতের সময় ব্যাটারি তার কার্যক্ষমতা অনেকাংশে হারায়। ফলে টেসলা গাড়ির রেঞ্জ স্বাভাবিকের তুলনায় ৪০ শতাংশ কমে যায়।   সূত্র : রয়টার্স

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments