Saturday, April 20, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিশিয়ান শহরের লকডাউনে ব্যাহত হচ্ছে চিপ উৎপাদন

শিয়ান শহরের লকডাউনে ব্যাহত হচ্ছে চিপ উৎপাদন

বিশ্বের অন্যতম দুই বৃহত্তম চিপ নির্মাতা স্যামসাং ও মাইক্রোন জানিয়েছে, চীনের শিয়ান শহরের লকডাউনের জন্য তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। কভিড-১৯ প্রাদুর্ভাবের জন্য এই প্রধান চীনা শিল্পকেন্দ্রটি কঠোর লকডাউনে আছে।

এই সপ্তাহে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর শিয়ানের কর্মকাণ্ডের সামঞ্জস্য ধরে রাখতে বেশ কষ্ট হচ্ছে। করোনাভাইরাস মহামারির সবচেয়ে খারাপ সময়ের সম্মুখীন হয়েছে শহরটি। ফলে তাদের কারখানাগুলোর উৎপাদন উল্লেখযোগ্যভাবে ধীরগতির হয়ে গেছে। এতে বৈশ্বিকভাবে চিপের সংকট আরো বাড়বে। আইফোন থেকে গাড়ি উৎপাদনেও প্রভাব পড়বে।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাং জানিয়েছে, বৈশ্বিকভাবে উৎপাদিত তাদের ন্যান্ড মেমোরি চিপের ৪০ শতাংশই তৈরি করা হয় এই শিয়ান শহরেই।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা মাইক্রোনও বলেছে, এই লকডাউন কম্পিউটারে ব্যবহৃত ডির‌্যাম মেমোরি চিপের উৎপাদনকে প্রভাবিত করতে পারে। কেননা তাদের কারখানার কর্মীর সংখ্যা কমাতে হচ্ছে।

 সূত্র : সিএনএন বিজনেস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments