Friday, April 19, 2024
spot_img
Homeখেলাধুলাশিরোপা দেশের মানুষকে উৎসর্গ করেছেন সাবিনা

শিরোপা দেশের মানুষকে উৎসর্গ করেছেন সাবিনা

সারা দেশকে উৎসবের রঙে রাঙিয়ে দিয়ে সাফ শিরোপা ট্রফি নিয়ে আজ দেশে ফিরেছেন নারী ফুটবলাররা। বিমান বন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ট্রফি সারা দেশের মানুষকেই উৎসর্গ করেছেন অধিনায়ক সাবিনা খাতুন।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদেরকে এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। এখানে আমাদের মন্ত্রী মহোদয় আছেন, ফেডারেশনের কর্মকর্তারা আছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ।

বাংলাদেশের মেয়েদের, বাংলাদেশের ফুটবলকে আপনারা যে এতো ভালোবাসেন, সেজন্য আমরা অনেক অনেক অনেক গর্বিত। এই ট্রফি বাংলাদেশের ১৬ কোটি বলুন, ১৮ কোটি বলুন বা ২০ কোটি বলুন, এই সকল মানুষের। ’

টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা সাবিনা দিয়েছেন আরও সামনে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি, ‘আমরা একটা ভালো ফল করে এসেছি। আমাদের এখন চিন্তা হচ্ছে সামনের দিকে কীভাবে আরও এগিয়ে যাওয়া যায়। ’

শিরোপাজয়ী কোচ গোলাম রব্বানী ছোটনও অভিভূত বিমানবন্দরে তাদের এমন রাজসিক বরণে, ‘প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই ক্রীড়া প্রতিমন্ত্রীকে আজকের এই রাজসিক আয়োজনের জন্য। আমাদের মাননীয় সভাপতি কাজী সালাহউদ্দিন ও ফুটবল ফেডারেশনকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই পথচলা আসলে অনেক দিনের। ২০১২ সালে প্রমে আমাদের পরিবর্তনটা শুরু হয়েছিল। সেটার পরিপ্রেক্ষিতে সবার অক্লান্ত পরিশ্রমে আজকের এই সফলতা। ’

ট্রফি নিয়ে বিমান থেকে নামার পর ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ, মন্ত্রণালয় ও বাফুফের অন্যান্য কর্মকর্তারা মেয়েদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর মহাসমারোহে কেক কাটেন সাবিনা খাতুনরা। বিমানবন্দর থেকে হাজারো মানুষের অভিনন্দনের মাঝে ছাদ খোলা বাসে বাফুফে ভবনে আসছেন এই কৃতী ফুটবলাররা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments