Friday, April 19, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিলোংচিয়াং-৩ উপগ্রহের সফল উৎক্ষেপণ করেছে চীন

লোংচিয়াং-৩ উপগ্রহের সফল উৎক্ষেপণ করেছে চীন

আজ (শুক্রবার) সকাল ১০টা ৩৫ মিনিটে চীনের খুয়েচৌ ১-এ পরিবাহক রকেটের মাধ্যমে সাফল্যের সঙ্গে লোংচিয়াং-৩ পরীক্ষামূলক উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে।

চিউছুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপ করা উপগ্রহটি সুষ্ঠুভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে এবং উৎক্ষেপণ মিশন সফল হয়েছে।

লোংচিয়াং-৩ পরীক্ষামূলক উপগ্রহ প্রধান উপগ্রহের যোগাযোগ এবং রিমোট সেন্সিং প্রযুক্তি যাচাইয়ের জন্য ব্যবহৃত হয়। এটি ছিল খুয়েচৌ ১-এ পরিবাহক রকেটের ২০তম উড্ডয়ন।

উচ্চ নির্ভরযোগ্যতা, সংক্ষিপ্ত প্রস্তুতির সময়কাল এবং কম খরচে নির্ভুলতা সহ খুয়েচৌ ১-এ রকেটটি মূলত ৩০০ কিলোগ্রামের কম ওজনের উপগ্রহগুলোকে নিম্ন-পৃথিবী কক্ষপথে নিয়ে যায়। সূত্র: সিনহুয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments