Friday, March 29, 2024
spot_img
Homeআন্তর্জাতিকলিবিয়ার প্রধানমন্ত্রীর গাড়িবহরে বন্দুক হামলা

লিবিয়ার প্রধানমন্ত্রীর গাড়িবহরে বন্দুক হামলা

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহর গাড়িবহর দুর্বৃত্তদের বন্দুক হামলার কবলে পড়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে রাজধানী ত্রিপোলির নিজ বাসায় ফেরার পথে বন্দুক হামলার কবলে পড়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর।  

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। তিনি কোনো রকম আহত হননি।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, আজ সকালে বাসায় ফেরার সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। সে সময় বুলেট এসে প্রধানমন্ত্রীর গাড়ির গ্লাসে লাগে। এ ঘটনায় প্রধানমন্ত্রীসহ তাঁর চালকও অক্ষত আছেন।

গুলি করার পরপরই পালিয়ে যায় দুর্বৃত্তরা। এটাকে সুস্পষ্ট হত্যাচেষ্টা হিসেবে বর্ণনা করেছে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ওই সূত্র। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, কালাশনিকভ অস্ত্র থেকে গুলিটি ছোড়া হয়েছে। হামলার ঘটনায় দেশটির প্রধান প্রসিকিউটর তদন্ত শুরু করেছেন।

রয়টার্স অবশ্য ঘটনার বা এর পরবর্তী ঘটনার তাৎক্ষণিক কোনো ছবি, ফুটেজ দেখেনি; এ ছাড়া ঘটনার অন্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলতে পারেনি।
সূত্র : রয়টার্স।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments