Friday, March 29, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAর‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে যুক্তরাষ্ট্রে স্মারকলিপি

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে যুক্তরাষ্ট্রে স্মারকলিপি

যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) ওপর আরোপকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধু পরিষদ এবং বঙ্গবন্ধু কমিশন । 

রোববার যুক্তরাষ্ট্র শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. রাব্বি আলম এবং বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান শেরে আলম রাসু যৌথ স্বাক্ষরিত এক স্মারকলিপিতে বাইডেন প্রশাসনের প্রতি এই আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের র‌্যাবের ওপর ভুলবশত ও পক্ষপাতমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা র‌্যাব দেশে সন্ত্রাস, সহিংসতা, চরমপন্থার বিরুদ্ধে লড়াই করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস দমনে অসামান্য ভূমিকা রাখায় বিশ্ব কর্তৃক র‌্যাবকে স্বীকৃতি দেওয়া উচিত, নিষেধাজ্ঞার পরিবর্তে র‌্যাবকে প্রশংসা ও পুরস্কৃত করা উচিত। 

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু কর্তৃক ভুল তথ্য পেয়ে যুক্তরাষ্ট্র পক্ষপাতদুষ্ট হয়ে এই নিষেধাজ্ঞা দিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments