Friday, April 19, 2024
spot_img
Homeআন্তর্জাতিকরুশ সেনাদের গুরুত্বপূর্ণ রেল ব্রিজে বোমা হামলা

রুশ সেনাদের গুরুত্বপূর্ণ রেল ব্রিজে বোমা হামলা

রাশিয়ার দখলকৃত মেলিতোপোলের সঙ্গে তোকমাক অঞ্চলের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ রেল ব্রিজে বোমা হামলা চালানো হয়েছে। হামলায় ব্রিজটি উড়ে গেছে।

সোমবার এমন তথ্য জানিয়েছেন মেলিতোপোলের নির্বাসিত মেয়র ইভান ফেদোরোভ।

ইউক্রেনিয়ান রাডা টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে নির্বাসিত মেয়র বলেন, রোববার মেলিতোপোল থেকে বার্দিয়ানস্কে রেল চলাচল পুরোপুরি অবরুদ্ধ করে দেওয়া হয়েছে।

ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমগুলোও জানিয়েছে, ব্রিজটি উড়িয়ে দেওয়া হয়েছে। তবে ব্রিজটি কে উড়িয়ে দিয়েছে এটি নিশ্চিত নয়।

রাশিয়ার দখলকৃত লাইয়োবিমিভকা গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউক্রেনের গণমাধ্যম আরআইএ-মেলিতোপোল।

এ গণমাধ্যমটি জানিয়েছে, রুশ সেনারা বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত হওয়া ব্রিজটি ব্যবহার করে সেনা সরঞ্জাম পরিবহণ করছিল।

গণমাধ্যমটি আরও জানিয়েছে, মেলিতোপোল দিয়ে খেরসন এবং জাপোরিঝজিয়ার দিকে ট্যাংক ও সেনা যানসহ ভারি অস্ত্র পরিবহণ করছিল রাশিয়া।

রোববার ইউক্রেনীয় সেনারা মেলিতোপোল বিমান ঘাঁটিতে হামলা চালায় বলে জানান মেয়র ফেদরোভ। তিনি জানান, ইউক্রেনের হামলায় বিমান ঘাঁটিতে লাগা আগুন সোমবার পর্যন্ত জ্বলছিল।

এদিকে রুশ সেনারা মার্চের প্রথম সপ্তাহে মেলিতোপোল দখল করে। এ অঞ্চলটি ব্যবহার করে ইউক্রেনের দক্ষিণ দিকে হামলা চালাচ্ছে রাশিয়ার সেনারা। 

সূত্র: সিএনএন 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments