Friday, March 29, 2024
spot_img
Homeআন্তর্জাতিকরাশিয়ান কৃষ্ণসাগর নৌবহরের হেডকোয়ার্টারের ওপর গুলি করে ড্রোন ভূপাতিত

রাশিয়ান কৃষ্ণসাগর নৌবহরের হেডকোয়ার্টারের ওপর গুলি করে ড্রোন ভূপাতিত

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় রুশ কৃষ্ণসাগর নৌবহরের হেডকোয়ার্টারের ওপর উড়তে থাকা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। কর্তৃপক্ষ শনিবার বিষয়টি জানিয়েছে।

সেভাসতোপোল শহরের গভর্নর মিখাইল রাজভোজায়েভ সামাজিক মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, নৌবহরের একেবারে ওপরে একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। তার অভিযোগ, ইউক্রেনীয় বাহিনী এটিকে সেখানে পাঠিয়েছে।

তিনি বলেন, ‘এটি ছাদে পড়ে যায় এবং এতে আগুন ধরে যায়। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা কেউ আহত হয়নি বলেও জানান তিনি। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

এটি ছিল এক মাসের মধ্যে নৌবহরের হেডকোয়ার্টারের ওপর আক্রমণের দ্বিতীয় পদক্ষেপ।

এর আগে গত ৩১ জুলাই এ হেডকোয়ার্টারের উন্মুক্ত অংশে ড্রোন হামলা হয়। এতে পাঁচজন আহত হয়েছিলেন। আর এর কারণে নৌবহর দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন বাতিল করতে হয়েছিল।

এটি ক্রিমিয়ায় রুশ সেনাবাহিনীর স্থাপনাকে টার্গেট করে সর্ব সাম্প্রতিক আক্রমণও। ক্রিমিয়া উপদ্বীপটি রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয়।

সূত্র : আলজাজিরা

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments