Thursday, March 28, 2024
spot_img
Homeবিনোদনরাজনীতির শিকার প্রিয়াংকা

রাজনীতির শিকার প্রিয়াংকা

২০০০ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেন প্রিয়াংকা চোপড়া। তার দুই বছর পর তামিল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ২০০৩ সালে বলিউডে অভিষেক ঘটে। অনেক সংগ্রামের পর বলিউডে শক্ত অবস্থান তৈরি করেন এই নায়িকা। তবে ২০১৭ সালে ‘বেওয়াচ’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক ঘটে তার। মূলত  এরপর বলিউডের সিনেমায় তাকে দেখা যায়নি বললেই চলে। ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ের পর বলিউডে ক্যারিয়ার গড়ার জন্য কতোটা সংগ্রাম করেছেন প্রিয়াংকা তা তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন। কিন্তু সেই ইন্ডাস্ট্রি কেন ছেড়ে দিলেন তা নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। তবে বরাবরই তা এড়িয়ে গেছেন এই অভিনেত্রী। অবশেষে বলিউড ছাড়ার কারণ জানালেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াংকা বলেন, বলিউডে আমাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল। আমাকে কেউ কাস্ট করছিল না। যেটাতে আমি পারদর্শী ছিলাম না। রাজনীতির শিকার হয়েছি আমি। স্বাভাবিকভাবে এসব রাজনীতির কারণে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। যার জন্য বলেছিলাম, আমার বিরতি প্রয়োজন। আর এই ভাবনার কারণে পৃথিবীর অন্য একটি অংশে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে যাই। বর্তমানে প্রিয়াংকার হাতে বেশকিছু কাজ রয়েছে। এরমধ্যে রয়েছে ‘লাভ এগেন’, ‘সিটাডেল’-এর মতো আন্তর্জাতিক সিরিজের কাজ। ‘সিটাডেল’ সিরিজটি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এ সিরিজ পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments