Friday, April 19, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিযৌন নিপীড়ন: ৯০ লাখ ডলারে নিষ্পত্তি!

যৌন নিপীড়ন: ৯০ লাখ ডলারে নিষ্পত্তি!

ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগ নিষ্পন্ন করতে উবারকে ৯০ লাখ ডলার দিতে হচ্ছে। ক্যালিফোর্নিয়া পাবলিক ইউটিলিটি কমিশন (সিপিইউসি) উবারকে বলেছিল ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ঘটা হামলা ও হয়রানির তথ্য তাদের কাছে হস্তান্তর করতে, কিন্তু উবার তা করেনি। উবার যুক্তি দিয়েছিল যে এটি হামলার শিকার হওয়া ব্যক্তিদের জন্য ‘গোপনীয়তার জঘন্য লঙ্ঘন’ হবে।

এই জরিমানার মধ্য দিয়ে উবার, সিপিইউসি ও রেপ অ্যাবিউজ অ্যান্ড ইনসেস্ট ন্যাশনাল নেটওয়ার্কের (আরএআইএনএন) মধ্যে প্রায় দুই বছর ধরে চলা একটি বিরোধের অবসান ঘটল।

প্রাথমিকভাবে জরিমানার পরিমাণ ছিল পাঁচ কোটি ৯০ লাখ ডলার। এই জরিমানার বিরুদ্ধে উবার আপিল করলে পরে তা কমিয়ে ৯০ লাখ ডলার করা হয়। সিপিইউসি বলছে, যাত্রী নিরাপত্তা প্রচারণায় এই অর্থ ব্যয় করা হবে। এর মধ্যে ‘সহিংসতা ও যৌন সহিংসতার শিকার’ যাত্রীদের জন্য ৫০ লাখ ডলার ব্যয় করা হবে। বাকি ৪০ লাখ ডলার ব্যয় করা হবে ‘পরিবহন’ সহিংসতা মোকাবেলায়।     সূত্র : বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments