Thursday, March 28, 2024
spot_img
Homeআন্তর্জাতিকযে ‘অপরাধে’ ৪৫ বছর দণ্ডিত সৌদি নারী

যে ‘অপরাধে’ ৪৫ বছর দণ্ডিত সৌদি নারী

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের কারণে সৌদি আরবের এক নারীকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার নাম নুরাহ আল-কাহতানি।

সৌদির আদালতের নথির উদ্ধৃতি দিয়ে ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডিএডব্লিউএন) নামের একটি অধিকার সংগঠন এ তথ্য দিয়েছে বলে এএফপি জানিয়েছে।  

চলতি মাসেই সালমা আল-শেহাব নামের এক নারীকে ৩৪ বছরের কারাদণ্ড দেয় সৌদি কর্তৃপক্ষ। এ ঘটনার কয়েক দিন পরই নুরাহর ৪৫ বছরের কারাদণ্ড হলো।  

নুরাহ আল-কাহতানিকে ২০২১ সালের জুলাইয়ে গ্রেফতার করা হয়। তিনি দেশটির বিশেষায়িত ফৌজদারি আদালতে দোষী সাব্যস্ত হন। চলতি মাসে আপিলে তার গুরুদণ্ড হয়।

নুরাহকে সৌদির কাউন্টার টেররিজম ও অ্যান্টিসাইবার ক্রাইম আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয় বলে জানায় ডিএডব্লিউএন।
 
সৌদির সামাজিক কাঠামো ভাঙতে ইন্টারনেট ব্যবহার এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে জনশৃঙ্খলা লঙ্ঘনের দায়ে নুরাহকে দোষী সাব্যস্ত করা হয় বলে 
অধিকার সংগঠনটি জানিয়েছে। 

নুরাহর কারাদণ্ডের বিষয়ে সৌদির আদালতের নথির একটি অনুলিপি ‘শেয়ার’ করেছে ডিএডব্লিউএন। কিন্তু এই নথির বিষয়বস্তু যাচাই করতে পারেনি এএফপি।সৌদি কর্তৃপক্ষেরও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments