Friday, March 29, 2024
spot_img
Homeআন্তর্জাতিকযুদ্ধ বন্ধে আলোচনায় উন্মুক্ত ক্রেমলিন, দখল করা এলাকা ছাড়বে না

যুদ্ধ বন্ধে আলোচনায় উন্মুক্ত ক্রেমলিন, দখল করা এলাকা ছাড়বে না

যুদ্ধ বন্ধে আলোচনার জন্য উন্মুক্ত ক্রেমলিন। কিন্তু তারা ইউক্রেনের যে চারটি অঞ্চল দখলে নিয়েছে, তা ফেরত দেবে না। ওদিকে ইউক্রেনের গ্রাউন্ড ফোর্সের কমান্ডার বলেছেন, বাখমুত শহরের পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ। প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, সেখানকার পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। উল্লেখ্য, বাখমুত শহরকে প্রায় পুরোটাই দখলে নিয়েছে রাশিয়া। সেখানে তীব্র লড়াই চলছে উভয়পক্ষে। কিন্তু রাশিয়ান সেনাদের আগ্রাসনের সামনে টিকতে পারছে না ইউক্রেনের সেনারা। মঙ্গলবার মস্কোর কাছে একটি বেসামরিক অবকাঠামোকে টার্গেট করে পাঠানো একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, দীর্ঘমেয়াদের জন্য বহুজাতিক এই সামরিক জোটের একটি সদস্য হবে ইউক্রেন। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments