Friday, March 29, 2024
spot_img
Homeআন্তর্জাতিকমোদির কপ্টারের সামনে গ্যাসবেলুনের ঝাঁক!

মোদির কপ্টারের সামনে গ্যাসবেলুনের ঝাঁক!

সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে বহন করা হেলিকপ্টারের সামনে ওড়ানো হয়েছিল গ্যাসবেলুনের ঝাঁক। কংগ্রেসের বিক্ষোভকারীরা এ কাজ করেছে বলে অভিযোগ।

ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় সোমবার এ ঘটনা ঘটেছে। আটক হয়েছে বেশ কয়েকজন প্রতিবাদকারী।

সোমবার অন্ধ্র প্রদেশের ভীমাভরম সফরে যান প্রধানমন্ত্রী মোদি। সেখানে আল্লুরি সীতারাম রাজুর মূর্তি উন্মোচনের কথা ছিল তাঁর। এদিন সকাল থেকেই বিজয়ওয়াড়ার বিমানবন্দরে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ করছিলেন। ‘গো ব্যাক মোদি’ স্লোগানও শোনা যায়। পাশাপাশি কালো রঙের গ্যাসবেলুনও ওড়ানো হয়।

বিজয়ওয়াড়ার গান্নাভারাম বিমানবন্দর থেকেই উড়ছিল প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। অভিযোগ, সেই কপ্টার লক্ষ্য করেই কালো বেলুন ওড়ায় কংগ্রেসের বিক্ষোভকারীরা। অন্ধ্র প্রদেশ কংগ্রেসের তরফেই সেই ভিডিও পোস্ট করা হয়েছে।

ঘটনায় জড়িত সন্দেহে পরে বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে। আটক করা হয়েছে অন্ধ্র কংগ্রেস ওয়ার্কিং কমিটির কার্যকরী সভাপতি শেখ মস্তান ভালি এবং রাজ্য কংগ্রেস সভাপতি শৈলজানাথকে।

কংগ্রেসের অভিযোগ, অন্ধ্র প্রদেশ ভাগ হওয়ার পর বিজেপি সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনোটাই পূরণ করেনি।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের অভিনব প্রতিবাদ বিপদ ঘটাতে পারত। বিঘ্নিত হতে পারত প্রধানমন্ত্রীর নিরাপত্তা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments