Friday, March 29, 2024
spot_img
Homeবিচিত্রমুহূর্তেই বিবিসি কার্যালয়ের ভাস্কর্য হাতুড়ি দিয়ে ভাঙলেন তিনি

মুহূর্তেই বিবিসি কার্যালয়ের ভাস্কর্য হাতুড়ি দিয়ে ভাঙলেন তিনি

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কার্যালয়ে পাথরের তৈরি একটি ভাস্কর্যের কিছু অংশ হাতুড়ি দিয়ে ভাঙার পর একজনকে আটক করা হয়েছে। মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, স্থানীয় সময় বুধবার ৪টা ১৫ মিনিটে জরুরি পরিষেবা চেয়ে ফোন করা হয়। তাদের জানানো হয়, এক ব্যক্তি লন্ডনের ওয়েস্টমিনস্টারে বিবিসির কার্যালয়ের ভাস্কর্য হাতুড়ি দিয়ে ভেঙে ফেলছেন।

কর্মকর্তারা ভবনের প্রবেশদ্বারটি ঘিরে রাখেন এবং লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিসের প্যারামেডিকরা ঘটনাস্থলে উপস্থিত থাকেন।

স্কটল্যান্ড ইয়ার্ড এক বিবৃতিতে জানিয়েছে, লোকটি লন্ডন ফায়ার ব্রিগেডের সহায়তায় নেমে আসেন।

অভিযুক্ত ব্যক্তি আরো বড় ধরনের ক্ষতি করতে পারেন কি না, তা যাচাই করে দেখার পর তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন।

আরেক ব্যক্তিকে ক্ষতি করার প্রচেষ্টাকারী সন্দেহে আটক করা হয়েছে। তিনিও বর্তমানে পুলিশের কবজায়।  

জানা গেছে, ওই ভাস্কর্য ১৯৩৩ সালে স্থাপন করা হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

এর আগে অন্তত ২৫০০ মানুষ অনলাইনে একটি পিটিশনে স্বাক্ষর করেছে। তারা চায়, সেখান থেকে যেন ওই ভাস্কর্য সরিয়ে ফেলা হয়। তবে এ ব্যাপারে বিবিসি কোনো মন্তব্য করতে চায়নি।

বর্তমান আইনে ওই ব্যক্তির তিন মাসের কারাদণ্ড হতে পারে।
সূত্র : মিরর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments