Friday, April 19, 2024
spot_img
Homeখেলাধুলামুমিনুলদের অনুশীলন শুরু আজ

মুমিনুলদের অনুশীলন শুরু আজ

কেটে গেল সিরিজ নিয়ে অনিশ্চয়তা

নিউজিল্যান্ড সফরে গিয়েই বিপদে পড়ে বাংলাদেশ। স্পিন কোচ রঙ্গনা হেরাথ করোনায় আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টিনের মেয়াদ বাড়ানো হয় টাইগারদের। এমনকি সিরিজ বাতিলেরও শঙ্কা জাগে। অবশেষে সব ধোঁয়াশা দূর হয়েছে, কোয়ারেন্টিন থেকে মুক্তি মিলছে মুমিনুল হকদের। সর্বশেষ করোনা টেস্টে সবাই নেগেটিভ হওয়ায় অনুশীলন করতে পারবে বাংলাদেশ দল। এক ভিডিও বার্তায় খবরটি দিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

ভিডিও বার্তায় করোনা নেগেটিভ হওয়ার সংবাদ দিয়ে সুজন জানান, আজ থেকেই অনুশীলনে নামতে পারবেন তারা। সুজন বলেন, ‘গতকাল (রোববার) আমাদের একটি কোভিড পরীক্ষা ছিল। আজ (সোমবার) সকালে ফল এসেছে।আমরা সবাই নেগেটিভ।’

সুজন বলেন, ‘নেগেটিভ হওয়ায় আমরা আগামীকাল (আজ)  অনুশীলন করতে পারবো আমরা। কাল (আজ) সকাল সোয়া ১০টা থেকে আমাদের অনুশীলন শুরু হবে লিঙ্কন বিশ্ববিদ্যালয় মাঠে। সেখানে আমরা জিমের সুযোগও পাব। অনুশীলন শেষে আমরা হোটেলে উঠব। এরপর আমরা স্বাভাবিক চলাফেলা করতে পারব।’ আগামী  ১লা জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের লড়াইয়ে নামবে বাংলাদেশ। দেশবাসীর কাছে দোয়া চেয়ে সুজন বলেন, ‘এখন আমরা প্রথম টেস্টের জন্য নিজেদের তৈরি করতে পারব। দেশবাসীর কাছে প্রত্যাশা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে সুস্থ থাকি এবং ভালো একটি সিরিজ খেলতে পারি।’

গত ৮ই ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ টেস্ট দল। ক্রাইস্টচার্চ যাওয়ার পথে টাইগারদের এক সহযাত্রী করোনায় আক্রান্ত ছিল। তাই সেখানে পৌঁছানোর পর সেই যাত্রীর কাছাকছি অবস্থান করা দলের ৯ সদস্যকে ৭ এর পরিবর্তে ১০ দিন কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। এরপর বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও করোনায় আক্রান্ত হন। শুধু তাই নয়, সেই বিমানযাত্রীর শেষ পর্যন্ত শনাক্ত হয় ওমিক্রন। যা নিউজিল্যান্ডে প্রথম ওমিক্রন আক্রান্তের ঘটনা। যে কারণে অনিশ্চয়তায় পড়ে যায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্টে সিরিজটি। ওই যাত্রীর কাছাকাছি থাকা সফরকারীদের ৯ সদস্যকে দেওয়া হয় ইয়েলো ব্যান্ড। অন্য ১৯ সদস্যকে দেওয়া হয় ব্লু ব্যান্ড। এই দলের সদস্যদের কোয়ারেন্টিন শেষ হয় ইয়েলো ব্যান্ড পাওয়াদের তিন দিন আগে। শুরুতে তাদের অনুশীলন করার অনুমতি দেয়া হয়। কিন্তু এক দিন পরেই রঙ্গনা হেরাথের করোনা পজেটিভ হওয়ায় তাদের সেই অনুমতি প্রত্যাহার করে নেয় নিউজিল্যান্ড স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ১৯ জনকেও নেওয়া হয় ইয়েলো ব্যান্ডের আওতায়। একই সঙ্গে বাড়িয়ে দেয়া হয় কোয়ারেন্টির সময়। টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত দুই টেস্টের প্রথমটি শুরু হবে ১লা জানুয়ারি। ৯ই জানুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments