Friday, March 29, 2024
spot_img
Homeআন্তর্জাতিকমুখ্যমন্ত্রীর দাবি, মণিপুরে নিহত হয়েছে ৪০ জঙ্গি

মুখ্যমন্ত্রীর দাবি, মণিপুরে নিহত হয়েছে ৪০ জঙ্গি

পঁচিশ দিন অতিক্রান্ত। মণিপুর এখনও অগ্নিগর্ভ। জাতিদাঙ্গায় বিদীর্ণ মণিপুরে কারফিউ জারি করে, সেনা নামিয়েও ফল হয়নি। রবিবারও ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যটিতে দফায় দফায় সংঘর্ষ চলছে। মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কুকি-নাগা উপজাতিদের এই সংঘর্ষে সংখ্যাগুরু মেইতেই সম্প্রদায়ের লোকজনের প্রায় দু’হাজার বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে। পাল্টা আক্রমণে জ্বলেছে নাগা এবং কুকি উপজাতিদের বাড়িও। একশ’র বেশি লোক প্রাণ হারিয়েছে এই রক্তক্ষয়ী সংঘর্ষে।  মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রবিবার দাবি করেছেন যে, সেনাদের  অ্যামবুশ অভিযানে ৪০ জন নাগা ও কুকি জঙ্গির মৃত্যু ঘটেছে। বীরেন সিংয়ের দাবি অনুযায়ী সেনাদের গুলিতে ঝাঁঝরা হয়েই এই বিদ্রোহীদের মৃত্যু ঘটেছে।  পঁচিশ দিন পরেও রবিবার রাজধানী ইমফল ও তার বাইরে রক্তক্ষয়ী সংগ্রাম চলেছে।

বিদ্রোহী নাগা এবং কুকিরা এত রসদ ও অস্ত্রশস্ত্র কোথা থেকে পাচ্ছে তাই নিয়ে ধন্দে সেনা।  রাজধানী ইমফলসহ গোটা মণিপুরের স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্তব্ধ। স্কুল, কলেজ, অফিস-আদালত বন্ধ। অমণিপুরিরা রাজ্য ছেড়ে পালাচ্ছেন। বিমান ভাড়া আকাশছোঁয়া। বহু জায়গায় আক্রমণের ফলে ট্রেন এবং বাস চলাচলও বন্ধ।      

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments