Saturday, April 20, 2024
spot_img
Homeসাহিত্যমর্মভেদী বেদনা

মর্মভেদী বেদনা

ভয়ঙ্কর অন্যায়, পাপ 
আর তান্ডবের বিভীষিকায়,
বিদ্রোহ না করে
সমগ্র অন্তরাত্মাকে
মর্যাদাহীন করে ফেলেছি,
অধিকারহারা প্রতিবাদী সন্তানের 
থেতলে যাওয়া মুখ দেখেও
প্রতিরোধের আগুন ছড়িয়ে
দিইনি কোনখানে,
বরং বিবেকের সাথে 
সুবিধাজনক আপোস করে
আত্মপ্রসাদ অনুভব করি।
ধিক,ভীরু কাপুরুষ।

দস্যু, নরঘাতক, সশস্ত্র খুনিকে
ন্যায়পরায়ণতার ঊর্ধ্বে
মাথায় তুলে রেখেছি,
অদ্ভুত ধরনের ভন্ড, বিশ্বাসঘাতক
এক প্রতারক সেজেছি,
আত্মার নিরাপত্তার নামে
ক্ষমার অযোগ্য কাজ করেছি।

এখন বিবেকের ভিতর 
প্রচন্ড তান্ডব আর অরাজকতা
আমাকে প্রতিনিয়ত
জ্বলন্ত চুল্লিতে নিক্ষেপ করছে,
ঘৃণা-লজ্জার অন্তহীন গভীরতায়
আমাকে যন্ত্রণাদগ্ধ করে
ডুবিয়ে মারছে।

এই হীন আত্মমর্যাদাহীন
বেঁচে থাকার চেয়ে
গুম হওয়া ভালো,
কাফন লাগবে না কফিন লাগবে না
শেষে জানাজাও লাগবে না।

faraizees@gmail.com

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments