Saturday, April 20, 2024
spot_img
Homeধর্মমদিনার বাইরে প্রথম যেখানে জুমা হয়

মদিনার বাইরে প্রথম যেখানে জুমা হয়

এটি হলো ঐতিহাসিক আব্দুল কায়েস গোত্রের জুওয়াসা মসজিদ। মদিনার বাইরে প্রথম যেখানে জুমার জামাত অনুষ্ঠিত হয়। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.)-এর মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয় বাহরাইনে জুওয়াসা নামক স্থানে অবস্থিত আব্দুল কায়েস গোত্রের মসজিদে। (বুখারি, হাদিস : ৮৯২)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments