Thursday, April 18, 2024
spot_img
Homeসাহিত্যভূমধ্যসাগর

ভূমধ্যসাগর

আজ বাতাসতাড়িত ঝকঝকে রোদ নেই
মেঘে আবৃত পুরোটা আকাশ,
এমন আকাশ দেখলে
আমার আকুলতা বেড়ে যায়
নিরস এই শহরটাকে মনে হয় নৃত্যকলা
অনিবার্য লবণ, চেনা ঘ্রাণের কথা মনে পড়ে যায়
সরু গলি। আজ কোনো কোলাহল নেই
কোনো ব্যস্ততা নেই
ইচ্ছে হয় পেরিয়ে যাই সীমারেখা দুজনে একজোট হয়ে
তুমি কখনো কখনো বানের মত ফুঁসে উঠো
কখনো বা আমি
মনে হয় আমিই যেন তোমার এক কার্যকরী বন্ধু
আর তুমি আমার বান্ধব।

আজ ফেরারি মেঘ উদাস হয়েছে
কিছু ঝমঝম, কিছু অঝোর বৃষ্টি
পুনঃঅস্থির নব্য নুপূরে
আহা পায়েলিয়া
খুনসুঁটিতে তুমি রাঙ্গা বৈভব
ভাওয়াইয়া কীর্তন
অথচ ভাওয়াইয়া, কীর্তনেও দুজন লাগে
যেমন আকাশের কোলে থাকে চাঁদ
তুমিও থাক আমার কোলে
আমার ক্লান্ত দৃষ্টি এখন কেবল তোমাকেই ঘিরে।

ভাবছি, পারব তো সামাল দিতে
একটু একটু সময় সরে যায়
বেলা বাড়ে কড়া নাড়ে
ভালো নেই এখন চারিপাশ
ভালো নেই হাসাহাসি
ভালো নেই ফুল
ভালো নেই স্বপ্ন, ওক গাছের ছায়া
শ্রাবণের মায়া,
সুনসান হ্রদ নেই
হ্রদে কোনো আয়োডিন জল নেই
গায়েগতরে তুমি বড়, আমিও ঢের বড়
তফাৎ শুধু
আমি এখন আটলান্টিকের বায়ু সেবন করি
আর তুমি? বঙ্গোপসাগরের,
জানিনা তোমার ভূমধ্যরেখায় কবে সাঁতার দেব
তোমার বৃষ্টির জলে নিজেকে বিসর্জন দেব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments