Tuesday, April 16, 2024
spot_img
Homeখেলাধুলাভারত-পাকিস্তান সিরিজ চান ইমাদ ওয়াসিম

ভারত-পাকিস্তান সিরিজ চান ইমাদ ওয়াসিম

ক্রিকেটের দুই শক্তিধর দেশ ভারত আর পাকিস্তান। রাজনৈতিকভাবে শত্রু হওয়ায় এই দুই দেশের ক্রিকেট ম্যাচ বিশ্বের সবচেয়ে উপভোগ্য। কিন্তু সেই রাজনৈতিক বৈরিতার কারণেই ৮ বছর ধরে দ্বিপাক্ষিক লড়াই বন্ধ। আইসিসির আসরগুলোতেই এখন দুই দলের দেখা হয়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। যা যে কোনো ফরম্যাটের বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানে প্রথম জয়।

দুই দেশের রাজনৈতিক বৈরিতা থাকলেও ক্রিকেটারদের মাঝে কিন্তু দারুণ বন্ধুত্ব আছে। সবাই চায়, আবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হোক ভারত-পাকিস্তান। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পাকিস্তানের স্পিনিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ‘পাকপ্যাশন’কে দেওয়া সাক্ষাতকারে ইমাদ ভারত-পাকিস্তান সিরিজ বিষয়ে বলেন, ‘খেলোয়াড় হিসেবে সবাই সর্বোচ্চ পর্যায় ও সেরা দলগুলোর বিপক্ষে সবসময় লড়তে চাইবে। তাই এমন ম্যাচ আমাদের কাছে খুবই স্পেশাল।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, দুটি বিশ্বমানের দল হওয়ায় ভারত ও পাকিস্তানের একে অপরের সঙ্গে নিয়মিত খেলা উচিত। কিন্তু আমি এটাও জানি যে. রাজনৈতিক কারণেই সেটা সম্ভব হচ্ছে না। এখন আর দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলে না, এটা দুঃখজনক।ক্রিকেটের মাধ্যমে দুই দেশের মধ্যকার সমস্যার সমাধান হতে পারে। আমি মনে করি, আমাদের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়া উচিত। এটা শুধু ক্রিকেটের জন্যই ভালো হবে তা নয়, বরং উভয় দেশ এবং মানবতার জন্যও দারুণ হবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments