Saturday, April 20, 2024
spot_img
Homeবিচিত্রভারতে চায়ের দোকানে দাম নেওয়া হচ্ছে বিটকয়েনে

ভারতে চায়ের দোকানে দাম নেওয়া হচ্ছে বিটকয়েনে

এবার চায়ের দোকানে বিটকয়েন দিয়ে মূল্য পরিশোধের ব্যবস্থা! শুনতে অবাক লাগলেও ভারতের বেঙ্গালুরুতে এমন ব্যবস্থা করেছেন একটি চায়ের দোকানের মালিক শুভাম সাইনি। পড়াশোনা ছেড়ে চায়ের দোকান দিয়েছেন তিনি, যার নাম ‘ফ্রাস্ট্রেটেড ড্রপআউট’।

টুইটারে দোকানের ছবি পোস্ট করেছেন সাইনি। সেখানে দেখা যায়, চায়ের দোকানে নুডলস এবং পাস্তাও রয়েছে।

আর দোকানের ব্যানারে লেখা আছে, ‘চলো, চা পান করি’।

ওই ব্যানারে আরো লেখা আছে, ‘আমরা পরিবেশবান্ধব পাত্রে চা তৈরি করি এবং মাটির পাত্রে সেই চা পরিবেশন করি। ’ 

দাম পরিশোধের ব্যাপারে ব্যানারে লেখা রয়েছে, ‘এখানে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করা হয়। ’ পাশে বিটকয়েনের একটি প্রতীকও দেওয়া রয়েছে।

ক্রিপ্টোকারেন্সি একপ্রকার ভার্চুয়াল মুদ্রা। প্রচলিত মুদ্রার বিপরীতে এটি ব্যবহার করা হয়। তবে এর ওপর কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নেই।

সাইনির দোকানে এক কাপ চায়ের দাম ২০ রুপি। গ্রাহকরা ভারতীয় মোবাইল ব্যাংকিং অ্যাপ ইউপিআই দিয়েও দাম পরিশোধ করতে পারেন।

সাইনি বলেছেন, ‘আমি দেড় লাখ রুপি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছি এবং এর কিছুদিন পর সেই ক্রিপ্টোকারেন্সির মূল্য বেড়ে ৩০ লাখ রুপি হয়েছে। এটি আমার মতো একজন ছাত্রের জন্য বিশাল ব্যাপার। ’

সাইনির চায়ের দোকান নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে নেটিজেনদের মধ্যে।

সূত্র : এনডিটিভি।

Just Bangalore things 😌#crypto #NammaBengaluru pic.twitter.com/L8q0JIO7py— Akshay Saini (@akshaymarch7) September 28, 2022

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments