Thursday, March 28, 2024
spot_img
Homeবিচিত্রভারতে আজও সংরক্ষিত স্বর্ণে লেখা প্রাচীন কুরআন

ভারতে আজও সংরক্ষিত স্বর্ণে লেখা প্রাচীন কুরআন

প্রাচীন যুগে স্বর্ণের কালিতে লেখা পবিত্র কুরআনের একটি দুর্লভ পাণ্ডুলিপি আজও ভারতের লক্ষ্মৌতে বিদ্যমান রয়েছে। লক্ষ্মৌর ফিরাঙ্গি মহল এলাকার বর্ষীয়ান এক আলেম পাণ্ডুলিপিটির দেখভাল করে আসছেন।

ওই আলেমের নাম মুফতী আবুল ইরফান ফিরাঙ্গি মহল। তিনি বলেন, ‘ফিরাঙ্গি মহলের ওলামায়ে কেরামের এক প্রাচীন ঐতিহ্য রয়েছে। ইংরেজদের ক্ষমতা দখলের আগে এখানের শাসকদের স্বর্ণ দিয়ে কুরআন লেখার প্রমাণ পাওয়া যায়। সে সময় তারা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে স্বর্ণ দিয়ে কুরআন লিখতেন।’

তিনি আরো বলেন, ‘ওই যুগে কুরআনের প্রতি অধিক সম্মান প্রদর্শনের উদ্দেশে তা স্বর্ণ দিয়ে লেখা হতো। শুধু তাই নয়; বরং ফিরাঙ্গি মহলের একটি পাঠাগারে রাসূল সা:-এর সিরাত ও জীবনচরিতের ওপর স্বর্ণ দিয়ে লেখা বিভিন্ন কিতাবও আছে, যা শুধু এই যুগেই নয়, সব সময়ই দুর্লভ।’

অনেকেই চড়ামূল্যে এগুলো নিতে চেয়েছেন কিন্তু তাদের ফিরিয়ে দেয়া হয়েছে। ঐতিহ্যের স্মারক হিসেবে কুরআন ও অন্যান্য সিরাতগ্রন্থ নিজেদের কাছেই রেখে দিয়েছেন বলে জানালেন মুফতী আবুল ইরফান ফিরাঙ্গি মহল।

তারা আশা করছেন, এগুলো তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক মূল্যবান হিসেবে বিবেচিত হবে।
সূত্র : ইটিভি ভারত

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments