Thursday, April 18, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিব্যাকরণও ঠিক করে দেবে এআই

ব্যাকরণও ঠিক করে দেবে এআই

লেখালেখির সহায়তায় চ্যাটজিপিটির মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত একটি ফিচার আনছে ব্যাকরণ ও বানানের ভুল ধরিয়ে দেওয়ার অ্যাপ ‘গ্রামারলি’। ফিচারটির নাম হবে ‘গ্রামারলি গো’। এটি ব্যবহার করে লেখা সম্পাদনার মাধ্যমে লেখার মান আরো উন্নত করা যাবে।

এতে বাঁচবে ব্যবহারকারীদের সময়, বাড়বে সৃষ্টিশীলতাও। ই-মেইল থ্রেড এবং বড় বড় ডকুমেন্ট লেখার ক্ষেত্রে ফিচারটি কাজে দেবে। ই-মেইলের প্রেক্ষাপট বুঝে দ্রুত উত্তর তৈরি করবে এটি। তবে ব্যাকরণজনিত সমস্যা সমাধানে এআইয়ের সহায়তা নেওয়াকে অনেকেই উদ্বেগজনক হিসেবে দেখছেন। লেখক ও গবেষকদের ভয়, এসব টুল তাঁদের চাকরি খেয়ে ফেলবে। এ ছাড়া জেনারেটিভ এআই দ্বারা সাইবার অপরাধ ঘটানো খুবই সহজ হবে। কেননা তাৎক্ষণিকভাবে অন্য ভাষা অনুবাদ করা বা বানান ভুল এড়ানো গেলেও ক্ষতিকর লিংকে ক্লিক করে যে বানান ভুল দেখে সতর্ক হওয়ার সুযোগ ছিল, সেটা আর সম্ভব হবে না। তবে গ্রামারলি তাদের পাঁচ কোটি ব্যবহারকারীর কাছে এআই ফিচারটি পৌঁছাতে চায়। এপ্রিল থেকে গ্রামারলি প্রিমিয়াম, বিজনেস ও এডুকেশন গ্রাহকদের জন্য যুক্ত করা হবে ‘গ্রামারলি গো’র বেটা সংস্করণ।            সূত্র : লাইভ মিন্ট

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments