Friday, April 19, 2024
spot_img
Homeখেলাধুলা‘বেঞ্চ দেখা খুবই গুরুত্বপূর্ণ’

‘বেঞ্চ দেখা খুবই গুরুত্বপূর্ণ’

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে প্রথম দুই খেলায় জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। এ ম্যাচে জিতলে প্রথমবার ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারবে টাইগাররা।  তবে সিরিজ জিতে যাওয়ায় শেষ ম্যাচে নিজেদের বেঞ্চ কতটা শক্তিশালী তা পরখ করতে চায় বাংলাদেশ। যে কারণে সিরিজের শেষ ম্যাচে প্রথম দুই খেলায় যারা একাদশে সুযোগ পাননি তাদের খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট। এমনটি জানিয়ে জাতীয় দলের সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, বেঞ্চ দেখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বেঞ্চের খেলোয়াড়দের খেলার সুযোগ না দেন, প্রস্তুত হওয়ার সুযোগটা না দেন, কখনো যদি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মূল খেলোয়াড়রা চোটে পড়ে, তখন তো কোনো প্রস্তুতি ছাড়াই খেলতে হয়। কাজেই সেই সুযোগটা দল নেবে কিনা, সেই আলোচনা এখনো হয়নি। সেটা করতে পারে। সেটা করলে কোনো সমস্যা নেই। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও জানান শেষ ম্যাচে দলে পরিবর্তন হলেও দলের জয়ের দিকেই মনোযোগ থাকবে। তিনি বলেন, আমাদের মনোযোগ থাকবে জেতার দিকে। অবশ্যই আমরা জিততে চাই। সেটার মাধ্যমে আমরা যদি দুই-একটা চেঞ্জ করতে পারি- সেটা দল করতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments