Tuesday, April 16, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিবিশ্বের প্রথম এসএমএসের নিলাম

বিশ্বের প্রথম এসএমএসের নিলাম

একসময় কথা চালাচালির সবচেয়ে দ্রুত উপায় ছিল এসএমএস। ফোন করার চেয়েও দ্রুত, অনেক সহজে জানানো যেত নিজের মনের কথা। যাঁরা মনের কথা মুখোমুখি বলে উঠতে পারেন না, তাঁদের যে এই উপায়ে খুব সুবিধা হয়েছিল, তা তো বলাই বাহুল্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আগমনের আগে পর্যন্ত একচেটিয়া রাজত্ব করেছে এসএমএস। আর সেই এসএমএসের প্রথম নিদর্শনটিকেই এবার নিলামে তুলছে একটি সার্ভিস প্রভাইডার। জানা গেছে, ১৯৯২ সালের ৩ ডিসেম্বর, অর্থাৎ ২৯ বছর আগে পাঠানো হয়েছিল বিশ্বের প্রথম এসএমএসটি। তখন বড়দিনের মৌসুম চলছিল। সেই সময়েই রিচার্ড জারভিসকে এ বার্তাটি পাঠিয়েছিলেন ২২ বছরের নিল প্যাপওয়ার্থ। ১৫টি অক্ষরের এই বার্তায় লেখা ছিল ‘মেরি ক্রিসমাস’। মজার কথা হলো, ব্রিটিশ প্রগ্রামার নিল প্যাপওয়ার্থ এই এসএমএসটি ফোন থেকে করেননি, কম্পিউটার থেকে পাঠিয়েছিলেন। সেই ঘটনার কথা মনে করে তিনি সম্প্রতি বলেছেন, সেদিন তিনি ভাবতেও পারেননি যোগাযোগের এই পদ্ধতিটি ভবিষ্যতে এত জনপ্রিয় হয়ে উঠবে। এবার প্রথম এসএমএসটি নিলামে তোলা হলো প্যারিসের এক নিলামঘরে। বিক্রেতারা মনে করছেন, এর দাম উঠতে পারে দুই লাখ ডলার পর্যন্ত। চলতি মাসের ২১ তারিখেই অনলাইনে অনুষ্ঠিত হবে এ নিলাম। এই নিলামের সব অর্থই দান করা হবে জাতিসংঘের শরণার্থী শিবিরকে। প্রথম এসএমএসটি মানুষ এবং মানুষের সৃষ্ট প্রযুক্তির ইতিহাসের একটি দলিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments