Friday, April 19, 2024
spot_img
Homeখেলাধুলাবিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট সাকিবের মাথায়, তিনে মিরাজ

বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট সাকিবের মাথায়, তিনে মিরাজ

ভারতের বিপক্ষে সিরিজটা টাইগারদের জন্য শাপে ভর হয়েছে। অসাধারণ নৈপূন্য দেখিয়ে অলরাউন্ডারদের ওয়ানডে র‌্যাংকিংয়ে এগিয়ে এসেছেন মেহেদী হাসান মিরাজ। আর সাকিব আল হাসান বিশ্বের নম্বর ওয়ান অলরাউন্ডারের মুকুট ধরে রেখেছেন। 

পুরুষদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশ-ভারত সিরিজ শেষে ওয়ানডে অলরাউন্ডারদের র্যাং কিংয়ে তিন ধাপ এগিয়ে মিরাজ এখন আছে তিন নম্বরে উঠে এসেছেন।

এই সংস্করণে আগে থেকেই এক নম্বরে ছিলেন সাকিব। তার রেটিং পয়েন্ট ৩৮৯। এবার তার কাছাকাছি এলেন মিরাজ। বাংলাদেশের দুজনের মাঝে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নাবি। তার পয়েন্ট ৩১০।

ভারত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্রেফ ৮৩ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মিরাজ। সেই ম্যাচের পর ক্যারিয়ার সেরা ২৯৫ রেটিং পয়েন্ট অর্জন করেন তিনি। শেষ ম্যাচের পর সেটি কমে ২৮৪ পয়েন্ট হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments