Friday, March 29, 2024
spot_img
Homeখেলাধুলাবিশ্বকাপ জিতে ‘ট্রিপল ক্রাউন’ ক্লাবে মেসি

বিশ্বকাপ জিতে ‘ট্রিপল ক্রাউন’ ক্লাবে মেসি

লিওনেল মেসির অধিনায়কত্বে ৩৬ বছর পর শিরোপার খরা কাটায় আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। 

যেসব তারকা ফুটবল বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ডি’অর জয় করেছেন তাদের ‘ট্রিপল ক্রাউন’ ক্লাব বলা হয়। কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সেই ক্লাবের সদস্য হলেন মেসি। 

মেসির ক্যারিয়ারে একটি অপূর্ণতা ছিল, সেটা হলো বিশ্বকাপ। কাতারে ফ্রান্সকে শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা।

মেসি বিশ্বকাপ জয়ের আগেই রেকর্ড সর্বোচ্চ ৭ বার ব্যালডন ডি অ’র পুরস্কার জিতে নেন। বিশ্বকাপের আগে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ৪ বার।

অপেক্ষা ছিল শুধু বিশ্বকাপ জয়ের। সেই কাজও এবার সম্পন্ন করেছেন। বিশ্বকাপে গোল্ডেন বল জেতেন তিনি। 

মেসিকে ট্রিপল ক্রাউন ক্লাব স্বাগত জানিয়ে পুরো তালিকাটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন এসি মিলান কিংবদন্তি কাকা। তিনি লিখেছেন- ‘ক্লাবে স্বাগত মেসি।’ 

ট্রিপল ক্রাউনে আছেন- লিওনেল মেসি, কাকা, রোনালদিনহো, রিভালদো, জিনেদিন জিদান, পাওলো রসি, জার্ড মুলার, বেকেনবাওয়ার ও ববি চার্লটন। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments