Friday, March 29, 2024
spot_img
Homeখেলাধুলাবিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছেন যারা

বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছেন যারা

ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে টুর্নামেন্ট শেষে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড দেওয়া হয়। ১৯৮২ বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড দেওয়া শুরু করে ফিফা। ২০০৬ সাল পর্যন্ত এর নাম ছিল গোল্ডেন সু। ২০১০ সাল থেকে গোল্ডেন বুট নামেই এটি পরিচিত।

এর আগের আসরগুলোতে গোল্ডেন সুর পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ গোলদাতাকে সিলভার ও ব্রোঞ্জ সু দেওয়া হতো। ১৯৩০ সালে প্রথমবারের মতো আয়োজিত বিশ্বকাপে আর্জেন্টিনা গুইলারমো স্টাবিলে আট গোল করে প্রথম ফুটবলার হিসেবে এ গোল্ডেন সু অ্যাওয়ার্ড লাভ করেছিলেন।

১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপে ফ্রান্সের জাস্ট ফন্টেইন ১৩ গোল করে এই অ্যাওয়ার্ড জয় করেছিলেন, যা এ পর্যন্ত বিশ্বকাপে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল। কোনো খেলোয়াড়ই এখন পর্যন্ত একাধিকবার এ পুরস্কার জয় করেননি। তবে ছয়জন ব্রাজিলিয়ান এ তালিকায় জায়গা করে নিয়েছেন, যা কোনো দেশের জন্য সর্বাধিক।

প্রায় এক কেজি ওজনের এই ট্রফিটিকে গোল্ডপ্লেটেড করা রয়েছে। এ পর্যন্ত গোল্ডেন বুট বিজয়ী খেলোয়াড়ের তালিকা—

১৯৩০ উরুগুয়ে বিশ্বকাপ: গুইলারমো স্টাবিলে, আর্জেন্টিনা, ৮ গোল
১৯৩৪ ইতালি বিশ্বকাপ: অলড্রিচ নেয়েডলি, চেকোস্লোভাকিয়া, ৫ গোল
১৯৩৮, ফ্রান্স বিশ্বকাপ: লিওনিডাস, ব্রাজিল, ৭ গোল
১৯৫০, ব্রাজিল বিশ্বকাপ: আদেমির, ব্রাজিল, ৮ গোল
১৯৫৪, সুইডেন বিশ্বকাপ: জাস্ট ফন্টেইন, ফ্রান্স, ১৩ গোল
১৯৬২, চিলি বিশ্বকাপ: ফ্লোরিয়ান আলবার্ট (হাঙ্গেরি), ভ্যালেন্টিন ইভানোভ (সোভিয়েত রাশিয়া), গারিঞ্চা অ্যান্ড ভাভা (ব্রাজিল), ড্রাজান জারকোভিচ (যুগোস্লাভিয়া ক্রোয়েশিয়া), লিওনেল সানচেজ (চিলি), ৪ গোল
১৯৬৬, ইংল্যান্ড বিশ্বকাপ: ইউসেবিও, পর্তুগাল, ৯ গোল
১৯৭০, মেক্সিকো বিশ্বকাপ: গার্ড মুলার, জার্মানি, ১০ গোল
১৯৭৪, পশ্চিম জার্মানি বিশ্বকাপ: গ্রিগর্জ লাটো, পোল্যান্ড, ৭ গোল
১৯৭৮, আর্জেন্টিনা বিশ্বকাপ: মারিও কেম্পেস, আর্জেন্টিনা, ৬ গোল
১৯৮২, স্পেন বিশ্বকাপ: পাওলো রোসি, ইতালি, ৬ গোল
১৯৮৬, মেক্সিকো বিশ্বকাপ: গ্যারি লিনেকার, ইংল্যান্ড, ৬ গোল
১৯৯০, ইতালি বিশ্বকাপ: সালভাতোও শিলাচি, ইতালি, ৬ গোল
১৯৯৪, যুক্তরাষ্ট্র বিশ্বকাপ: ওলেগ সেলেঙ্কো (রাশিয়া), রিস্টো স্টোয়েচকভ (বুলগেরিয়া), ৬ গোল
১৯৯৮, ফ্রান্স বিশ্বকাপ: ডেভর সুকার, ক্রোয়েশিয়া, ৬ গোল
২০০২, দক্ষিণ কোরিয়া/জাপান বিশ্বকাপ: রোনাল্ডো নাজারিও, ব্রাজিল, ৮ গোল
২০০৬, জার্মানি বিশ্বকাপ: মিরোস্লাভ ক্লোসা, জার্মানি, ৫ গোল
২০১০, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ: থমাস মুলার, জার্মানি, ৫ গোল
২০১৪, ব্রাজিল বিশ্বকাপ: হামেস রড্রিগুয়েজ, কলম্বিয়া, ৬ গোল
২০১৮, রাশিয়া বিশ্বকাপ: হ্যারি কেন, ইংল্যান্ড, ৬ গোল

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments