Saturday, April 20, 2024
spot_img
Homeখেলাধুলাবিপিএলে দল কিনছেন সাকিব

বিপিএলে দল কিনছেন সাকিব

আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর টুর্নামেন্টে দল কিনছেন সাকিব আল হাসান! এ খবরে চোখ ছানাবড়া হবে যে কারও।

তবে যখন বলা হবে ক্রিকেট নয়; বাংলাদেশ হকি ফেডারেশন ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগে দল কিনতে যাচ্ছে সাকিবের প্রতিষ্ঠান, তখন অনেকেই স্বাভাবিক অবস্থায় ফিরবেন। 

সূত্রের খবর, আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে এসিই। সেই অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজি দলের নামও প্রকাশ হবে।  যেখানে থাকবে অলরাউন্ডার সাকিব আল হাসানের মোনার্ক মার্টের নাম।  এ ছাড়া একমি গ্রুপ, ওয়ালটন, সাইফ পাওয়ারটেকের একটি করে দল নেওয়ার কথা রয়েছে। 

অক্টোবরের তৃতীয় সপ্তাহে এই লিগ মাঠে গড়ানোর কথা। লিগে মোট ৩৪ ম্যাচ হবে।  ক্রিকেটের বিপিএলের মতো এ টুর্নামেন্টেও থাকবে আইকন, ‘এ’ প্লাস ও বিভিন্ন ক্যাটাগরি। প্রতি দলে ৪-৫ জন বিদেশি খেলোয়াড়ও থাকবে। প্রতি দলে থাকবে বিদেশি কোচ। থাকবেন বিদেশি আম্পায়ার। 

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, ‘৫ সেপ্টেম্বর এসিইয়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির পর অনেক বিষয় চূড়ান্ত হবে৷ এখনো অনেক বিষয় নিয়ে কাজ চলছে। আশা করি বাংলাদেশের হকির ইতিহাসে দারুণ এক কাজ হবে।’ 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments