Thursday, April 18, 2024
spot_img
Homeআন্তর্জাতিকফ্রান্সের নাগরিককে ৮ বছরের কারাদণ্ড দিল ইরান

ফ্রান্সের নাগরিককে ৮ বছরের কারাদণ্ড দিল ইরান

ইরানের একটি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে ফ্রান্সের এক নাগরিককে ৮ বছরের কারাদণ্ড প্রদান করেছে। 

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম বেঞ্জামিন ব্রেইর।
 
মঙ্গলবার ইরানের আদালত বেঞ্জামিনের বিরুদ্ধে এই রায় দেওয়ার পর তার প্যারিসের আইনজীবী বিচারকে ‘ভুয়া’ বলে মন্তব্য করে নিন্দা জানিয়েছেন।

ইরানের রেভ্যুলশনারি গার্ড ৩৬ বছর বয়সি বেঞ্জামিনকে ২০২০ সালের মে মাসে গ্রেফতার করে। তিনি দূর নিয়ন্ত্রিত মিনি হেলিকপ্টার ব্যবহার করে তুর্কিমিনিস্তান-ইরান সীমান্তে ছবি ও অথবা ভিডিও ধারণ করেছিলেন। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, বেঞ্জামিন ব্রেইর বর্তমান কারাগারে অনশন করছেন। আইনজীবী জানিয়েছেন, বেঞ্জামিনের অবস্থা খুবই খারাপ। ইরানের আদালত তাকে ইসলামি ব্যবস্থার বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোর দায়ে অতিরিক্ত আট মাসের কারাদণ্ড প্রদান করেছে বলেও জানিয়েছেন তার আইনজীবী।  

বেঞ্জামিনের আইনজীবী ফিলিপি ভ্যালেন্ট এক বিবৃতিতে বলেছেন, তার মক্কেলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। গোপন আদালতে নিরপেক্ষ বিচারপতি ছাড়াই তার বিচার করা হয়েছে। এমনকি তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে সেটাও দেখানো হয়নি। 

সাম্প্রতিক বছরগুলোতে ইরানের বিপ্লবী গার্ড ইরান ও  বিদেশি পাসপোর্টধারী ডজনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। 

অতীতে বিদেশে আটক থাকা ইরানিদের ছেড়ে দেওয়ার বিনিময়ে তেহরান বিদেশি নাগরিকদের মুক্তি দিতে আগ্রহ দেখিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments