Saturday, April 20, 2024
spot_img
Homeখেলাধুলা‘ফ্রান্সের কোচ হবেন জিদান’

‘ফ্রান্সের কোচ হবেন জিদান’

রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়েছেন ২০২১ সালে। এরপর আর কোনো দলের ডাগআউটের দেখা যায়নি জিনেদিন জিদানকে। গুঞ্জন রয়েছে জুভেন্টাসের কোচ হতে পারেন জিজু। নতুন খবর, কোনো ক্লাব নয়; ফ্রান্স জাতীয় দলের কোচ হতে চলেছেন জিদান!

সিবিএস স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে জিদানের সাবেক সতীর্থ থিয়েরি অঁরি বলেন, ‘জিজু (জিদান) চ্যাম্পিয়নস লীগ জিতেছে। জুভেন্টাসের মতো ক্লাবের কোচিং যে কেউই করাতে পারে, সেটা প্রমাণিত। আমার মনে হয়, সে এখন জাতীয় দলের (ফ্রান্স) অপেক্ষায় আছে।’

অঁরি বলেন, ‘আমার মনে হয় না সে জুভেন্টাসে যাবে। সে এখন জাতীয় দলের অপেক্ষায় আছে। রিয়াল মাদ্রিদের হয়ে সে তিনটি চ্যাম্পিয়নস লীগ জিতেছে। আর আপনার যদি জাতীয় দলে যাওয়ার সুযোগ থাকে, তবে আপনি কেন অন্য ক্লাবে যাওয়ার ঝামেলায় যাবেন! আমি মনে করি না জিজু সেটা (ক্লাবে যোগদান) করতে চায়। আমি দেখছি, সে এখন জাতীয় দলের অপেক্ষায় আছে।’

ফ্রান্স জাতীয় দলের বর্তমান কোচ দিদিয়ের দেশম।

৫৪ বছর বয়সী এই ফরাসি কোচের অধীনেই ২০১৮ সালে বিশ্বকাপ জেতে কিলিয়ান এমবাপ্পেরা। সময়ের সফলতম কোচ দেশমকে সরিয়ে কি জিদানকে জায়গা করে দেবে ফ্রান্স ফুটবল ফেডারেশন? সময়ই বলে দেবে।

২০১৬ সালে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হন জিনেদিন জিদান। এরপর টানা তিন মৌসুম লস ব্লাঙ্কোদের চ্যাম্পিয়নস লীগ শিরোপা জেতান জিজু। ২০১৯ সালে দ্বিতীয় দফায় সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেন ফরাসি কিংবদন্তি। ২০২১ সালে জিদানের প্রস্থানের পর রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন ইতালিয়ান ম্যানেজার কার্লো আনচেলত্তি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments