Friday, April 19, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAফিলিস্তিনের জন্য জেরুজালেমে কনস্যুলেট খুলছে যুক্তরাষ্ট্র!

ফিলিস্তিনের জন্য জেরুজালেমে কনস্যুলেট খুলছে যুক্তরাষ্ট্র!

ফিলিস্তিনিদের বাধা উপেক্ষা করে তেলআবিবে অবস্থিত ইসরাইলের মার্কিন দূতাবাস ২০১৭ সালে জেরুজালেমে স্থানান্তর করা হয়।

এর মাধ্যমে জেরুজালেমকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তখন থেকেই যুক্তরাষ্ট্রের ওই একপেশে নীতির কঠোর সমালোচনা করে আসছিল ফিলিস্তিনসহ আন্তর্জাতিক সম্প্রদায়।

ট্রাম্পের এ বিতর্কিত কর্মকাণ্ড থেকে দেশের মর্যাদা পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে জো বাইডেনের প্রশাসন। খবর আনাদোলুর।

জেরুজালেমে ফিলিস্তিনের জন্য আলাদা কনস্যুলেট খোলার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস মঙ্গলবার এক প্রেস কনফারেন্সে এ কথা জানান।

তিনি বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক জোরদারের জন্য যুক্তরাষ্ট্র এ উদ্যোগ নিতে যাচ্ছে।

নেড প্রাইস আরও বলেন, আগামী জুলাই মাসে জো বাইডেনের ফিলিস্তিন সফরকালে এ বিষয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে আলোচনা হতে পারে।

ফিলিস্তিনের জন্য জেরুজালেমে আলাদা মার্কিন কনস্যুলেট নির্মাণ করা ছিল জো বাইডেনের নির্বাচনি প্রতিশ্রুতি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments