Saturday, April 20, 2024
spot_img
Homeজাতীয়ফরাসি আলোকচিত্রীর ক্যামেরায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অপ্রকাশিত ছবি

ফরাসি আলোকচিত্রীর ক্যামেরায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অপ্রকাশিত ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণবয়ন্তী উপলক্ষে ফরাসি ফটোসাংবাদিক অ্যান ডি হেনিংয়ের ক্যামেরায় ১৯৭১-৭২ সালে তোলা দুর্লভ ও অপ্রকাশিত কিছু ছবি নিয়ে প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়। ফরাসি এই ফটোসংবাদিক অ্যান ডি হেনিং প্রথমবার বাংলাদেশে আসেন ১৯৭১ সালে। ২৬ বছর বয়সের হেনিং তখন  বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি তোলেন। পাকিস্তানি কর্তৃপক্ষ তখন ঢাকায় বিদেশি সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছিল না। সেই বাধা ডিঙিয়ে তিনি ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন এলাকায়। ক্যামেরায় ধারণ করেছেন যুদ্ধ দিনের প্রকৃত চিত্র।

কুষ্টিয়ার এক রাস্তায় মুক্তিবাহিনীর এক সদস্য কাঁধে ৩০৩ লি এনফিল্ড রাইফেল নিয়ে হেটে যাচ্ছেন। এপ্রিল, ১৯৭১।

ভারত সীমান্তের কাছে মুক্তিবাহিনীর একটি পর্যবেক্ষণ চৌকি। মুক্তিবাহিনীর সাথে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করতে গিয়ে অ্যানি বলেছিলেন, আমি দেখেছি মুষ্টিমেয় কিছু তরুণ মুক্তিবাহিনীর অস্থায়ী ক্যাম্প থেকে বেরিয়ে আসছে, একটি লম্বা বাঁশের খুঁটিতে বাংলাদেশের সবুজ, লাল এবং হলুদ পতাকা উড়ছে।মুখে হাসি নিয়ে আমাকে স্বাগত জানিয়ে তারা বলেন, আপনি এখন স্বাধীন বাংলাদেশে!

কুষ্টিয়ার রাস্তায় টহল দিচ্ছে মুক্তিবাহিনীর একটি দল।

ঘোড়ার গাড়িতে করে পালাচ্ছে একটি পরিবার

সন্তানকে নিয়ে শরণার্থীদের একটি ট্রেনে ওঠার চেষ্টা করছেন এক মা।

পাংশা স্টেশনে আন্দোলন করছে একদল যুবক।

কুমারখালীতে একটি পরিবার নিজের এলাকা ছেড়ে পালাচ্ছে। পেছনে আসছে মুক্তিবাহিনীর দুই সদস্য।

পাকিস্তানবিরোধী স্লোগান দিচ্ছে একদল যুবক, কুষ্টিয়া।

গড়াই নদীর বুকে নৌকা বাইছেন এক তরুণ মাঝি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments