Thursday, April 18, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিপ্লেস্টেশনে থাকছে কল অব ডিউটি

প্লেস্টেশনে থাকছে কল অব ডিউটি

টেক জায়ান্ট মাইক্রোসফটের কর্তারা জানিয়েছেন, তারা গেম কম্পানি অ্যাক্টিভিশন ব্লিজার্ড কিনে নিলেও জনপ্রিয় গেম সিরিজ ‘কল অব ডিউটি’ কিন্তু প্লেস্টেশনে থাকছে। এই ঘোষণার পর, এই সিরিজটি যে শুধুই মাইক্রোসফটের নিজস্ব গেমিং কনসোল এক্সবক্সেই থাকবে-এমন আশংকা এক প্রকার কেটে গেল। ‘কল অব ডিউটি’ সিরিজটি একই সঙ্গে এক্সবক্স এবং সনির গেমিং কনসোল প্লেস্টেশন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অ্যাক্টিভিশন ব্লিজার্ড কিনতে মাইক্রোসফট ব্যয় করেছে ৬ হাজার ৮৭০ কোটি ডলার।
মাইক্রোসফট গেমিং প্রধান নিবার্হী ফিল স্পেন্সার বৃহস্পতিবার টুইট করে বলেছেন, ‘সনি প্ল্যাটফর্মে গেমটির ভবিষ্যত আছে। ’ সনির নেতৃত্বস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে তাঁর ফলপ্রসু আলোচনা হয়েছে। সেই সূত্র ধরে তিনি জানিয়েছেন, অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণের পরের সনির সঙ্গে তাদের বিদ্যমান সমস্ত চুক্তিকে সম্মান করা হবে। তিনি আরো জানান, ‘সনি আমাদের গেমিং শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের মধ্যকার এই সম্পর্ককে গুরুত্ব দিতে হবে। ’
‘কল অব ডিউটি’ সিরিজের শুরুটা হয় ২০০৩ সালে। মূলত তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর ভিত্তি করে গেমগুলো তৈরি করা হতো। সূত্র: বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments