Friday, March 29, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিপ্রথম জাতীয় ব্রাউজার ‘তর্জনী’ চালু

প্রথম জাতীয় ব্রাউজার ‘তর্জনী’ চালু

দেশের সাধারণ মানুষকে সহজে ইন্টারনেট ব্যবহারে সহায়তা দিতে সম্পূর্ণ বাংলায় চালু হলো প্রথম জাতীয় ব্রাউজার ‘তর্জনী’। এতে বাংলার পাশাপাশি রয়েছে ইংরেজি ভাষাও। অ্যাপল ও গুগল প্লে স্টোরে মিলবে নিরাপদ ও দ্রুতগতির এ বাংলাদেশি ব্রাউজার। গত মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগরে আইসিটি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে মোবাইল ব্রাউজারটি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গুগল ক্রোম ও অন্যান্য ব্রাউজারের মতো তর্জনী ব্রাউজারেও সব ধরনের আধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে। এতে আছে তর্জনী সার্চ বার, ডার্ক মোড, ট্যাব, বিজ্ঞাপন বন্ধ, বুকমার্ক, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাসহ নানা ফিচার। ব্রাউজারটি দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের ভাষাগত জটিলতা নিরসন এবং নিরাপদ সাইবার স্পেস তৈরি করবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের সভাপতিত্বে বক্তব্য দেন আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য-প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন ও ডিজিটাল লিটারেসি সেন্টারের প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুল আলম খান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments