Saturday, April 20, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAপেন্টাগনে অনধিকার প্রবেশে গ্রেফতার মুরগি!

পেন্টাগনে অনধিকার প্রবেশে গ্রেফতার মুরগি!

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নিরাপত্তার ফাঁক গলে ঢুকে পড়েছিল একটি মুরগি।

তা নিয়েই তুমুল হইচই পড়ে যায় পেন্টাগনে। অবশেষে গ্রেফতার করা হয়েছে সেই মুরগিটিকে। খবর দ্যা গার্ডিয়ানের।

পেন্টাগন এবং আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টনীতে মোড়া। কাক-পক্ষীতেও সেই নিরাপত্তার নজর এড়িয়ে ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

যে নিরাপত্তাবেষ্টনীকে কোনো মানুষ ভাঙতে পারে না,আশ্চর্যজনকভাবে সেই বেষ্টনীকেই বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি পেন্টাগনের ভেতরে ঢুকে পড়ায় শোরগোল পড়ে যায়।

আমেরিকার নিরাপত্তাসংক্রান্ত সদর কার্যালয়ে গত সোমবার সেই মুরগিটি উদ্ধার করা হয়েছে।

একটি প্রাণী সংস্থাকে এর পর ডাকা হয়। তার পর তাদের হাতে তুলে দেওয়া হয় ‘আসামি’কে। মুরগিটির একটি নামও দিয়েছেন পেন্টাগনের কর্মীরা। নাম দেওয়া হয়েছে ‘হেনি পেনি’।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments