Friday, March 29, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USA‘পুতিনের নাশকতাই’ বাইডেনের ‘পতনের’ জন্য দায়ী, বললেন নেটিজেনরা

‘পুতিনের নাশকতাই’ বাইডেনের ‘পতনের’ জন্য দায়ী, বললেন নেটিজেনরা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়েছেন।  স্থানীয় সময় শনিবার সকালে ডেলাওয়্যার রাজ্যে তার সমুদ্র সৈকতের বাড়ির কাছে এই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

হোয়াইট হাউস পুল রিপোর্টের একটি ভিডিওতে দেখা গেছে ৭৯ বছর বয়সী বাইডেন পড়ে যাওয়ার পরপরই ওঠে বলেন, আমি ঠিক আছি।

ডেলাওয়্যারের রেহোবোথ বিচে তাদের সৈকত বাড়ির কাছে একটি স্টেট পার্কে ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে তিনি সাইকেল চালাচ্ছিলেন। 

পড়ে যাওয়ার পর সাংবাদিক ও শুভাকাঙ্খীদের তিনি বলেন, সাইকেল থেকে পা নামানোর চেষ্টা করার সময় ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন।

তবে এই জন্য বাইডেনের কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। 

সবচেয়ে বেশি বয়সী মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের স্বাস্থ্য চর্চার বিষয়ে পরিণত হয়েছে। বিশেষ করে তিনি ২০১৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করবেন কি না তা নিয়ে জল্পনা বেড়েছে।

এদিকে, বাইডেনের এই সাইকেল থেকে পড়ে যাওয়ার ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে স্বাভাবিকভাবেই ব্যাপক আলোড়ন তুলেছে। পুতিনের নাশকতাই বাইডেনের এই পতনের জন্য দায়ী বলে মজা করেছেন নেটিজেনরা । 

Biden just beefed it on his bike in Delaware pic.twitter.com/eYj2oG0tHJ— Quoth the Raven (@QTRResearch) June 18, 2022

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments