Friday, April 19, 2024
spot_img
Homeখেলাধুলানিজেদের 'ব্র্যান্ড ক্রিকেট' খেলে আফগান বধের ছক

নিজেদের ‘ব্র্যান্ড ক্রিকেট’ খেলে আফগান বধের ছক

আইসিসি সুপার লিগের অংশ আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে সহজ পরিকল্পনায় হারাতে চায় বাংলাদেশ। চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের অল-রাউন্ডার মেহেদি হাসান মিরাজ আজ বলেন, ‘আমাদের একটি সহজ পরিকল্পনা এবং আমরা এটি অনুসরণ করব। আশা করি এই সহজ পরিকল্পনার মাধ্যমেই তাদেরকে সিরিজে হারানো সম্ভব হবে। ‘

মিরাজের মতে, সহজ পরিকল্পনার অর্থ হলো দীর্ঘদিন ধরে খেলে আসা নিজেদের ব্র্যান্ড পারফর্মেন্স।

ওয়ানডে ফরম্যাটে সব সময়ই একটি শক্তিশালী দল বাংলাদেশ, তাই আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট হয়েই শুরু করবে। মিরাজ বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে আমরা সব সময়ই ভালো। আমরা এই ফরম্যাটের জন্য ক্রিকেটের একটি ব্র্যান্ড সেট করেছি এবং সন্দেহ নেই, আমরা আবার এটি অনুসরণ করার চেষ্টা করব। তবে বলছি না, আমরা সিরিজের সব ম্যাচই সব জিতব। আমাদের প্রথম টার্গেট সিরিজ জয়, পরে দেখা যাবে কী হয়। ‘

আইসিসি ওয়ানডে সুপার লিগে এখন পর্যন্ত চারটি সিরিজে ১২টি ম্যাচের মধ্য ৮টিতে জিতেছে বাংলাদেশ। বর্তমানে ৮০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের পরেই দ্বিতীয় স্থানে টাইগারদের অবস্থান। বাংলাদেশ যদি আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারে তবে, ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সরাসরি খেলার পথে আরও একধাপ এগিয়ে যাবে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দুর্দান্ত দল হলেও কাজটা যে সহজ হবে না, সেটা বলে দেওয়া যায়।

দুই দলের মধ্যে হেড টু হেড লড়াইয়ে আট ম্যাচে বাংলাদেশ ৫-৩ ব্যবধানে এগিয়ে আছে। সর্বশেষ দু’টি ম্যাচও জিতেছে বাংলাদেশ। এরমধ্যে ২০১৮ সালের এশিয়া কাপে ৩ রানে এবং ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ ৬২ রানে জিতেছিল। আইসিসি ওয়ানডে সুপার লিগে এখনও অপরাজিত আফগানিস্তান। ৬ ম্যাচ খেলে সবগুলোতেই তারা জিতেছে। তবে আফগানদের সিরিজগুলো ছিল র‌্যাংকিংয়ের তলানীর দল আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments