Thursday, April 18, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAনিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ণিল শতবার্ষিকী

নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ণিল শতবার্ষিকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবার্ষিকী উদযাপন করেছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক’। শনিবার নিউইয়র্কে লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ উদযাপনে অংশ নেন যুক্তরাষ্ট্রে বসবাসরত দুই শতাধিক অ্যালামনাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান। অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল আলম পারভেজ চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা কাওসার, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম এ মোহিত, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম।
সমাবেশে মূল বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক ও সাবেক ভাইস চ্যান্সেলর মোস্তফা সারওয়ার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের বাংলাদেশি-আমেরিকান অ্যাটর্নি ও ডেমক্র্যাটিক পার্টির লিডার মঈন চৌধুরী।
আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন বিষয়ক অ্যাটর্নি অশোক কর্মকার, যুক্তরাষ্ট্রের টেক্সাসের এ অ্যান্ড এম ইউনিভার্সিটির বায়ো মেডিকেল সায়েন্টিস্ট ড. নাসের, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক শতবর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী মোল্লা মনিরুজ্জামান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক’র সভাপতি সাঈদা আকতার লিলি।

ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে দেশে এবং প্রবাসের মাটিতে হাজারো আলোকিত মানুষ এই শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব আরো উজ্জ্বল করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা মেটানোর সংকল্প ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানমালা।

সার্বিক সহযোগিতায় ছিলেন হোস্ট কমিটির সদস্য-সচিব গাজী সামস উদ্দিন, কো-কনভেনর মো. তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, এম এস আলম, বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় ছিলেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, সঙ্গীত শিল্পী শশি ও চন্দন চৌধুরী। বিভিন্ন সংগঠনের নৃত্য পরিবেনা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীরা আবৃত্তিসহ সাংস্কৃতিক পর্বে অংশ নেন।
সম্মেলন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক শতবর্ষ উদযাপন কমিটির একটি ম্যাগাজিন প্রকাশ করে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত ২৪০ জন শিক্ষক সহ যুক্তরাষ্ট্রে বসবাসরত অ্যালামনাইর সংখ্যা প্রায় ১৪ হাজার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments