Thursday, March 28, 2024
spot_img
Homeবিচিত্রনারীর সংজ্ঞা বদলে দিল ক্যামব্রিজ ডিকশনারি

নারীর সংজ্ঞা বদলে দিল ক্যামব্রিজ ডিকশনারি

নারী-পুরুষের সংজ্ঞা পাল্টে নতুন সংজ্ঞা সংযোজন করেছে ক্যামব্রিজ ডিকশনারি। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সমালোচনার মুখে পড়েছে ক্যামব্রিজ ডিকশনারি। খবর এনডিটিভির। 

পুরুষের নতুন সংজ্ঞায় ক্যামব্রিজ ডিকশনারি লিখেছে- ‘ম্যান বা পুরুষ হলেন সেই ব্যক্তি যিনি নর হিসেবে জীবনযাপন করেন এবং পুরুষ হিসেবেই নিজেকে পরিচয় দেন। তবে তার জন্ম পুরুষ হিসেবেও হতে পারে অথবা নারী হিসেবেও হতে পারে।’ 

আর নারীর নতুন সংজ্ঞায় বলা হয়েছে- ‘ওমেন বা নারী হলেন সেই প্রাপ্তবয়স্ক ব্যক্তি যিনি নারী হিসেবে জীবনযাপন করেন এবং নারী হিসেবেই নিজেকে পরিচয় দেন। তবে তার জন্ম নারী হিসেবেও হতে পারে অথবা পুরুষ হিসেবেও হতে পারে।’

দীর্ঘদিন ধরে ক্যামব্রিজ ডিকশনারিতে নারীর সংজ্ঞা ছিল- ‘একজন প্রাপ্তবয়স্ক মহিলা’। তবে এবার এই অংশের সাথে নতুন অংশ যুক্ত করা হয়েছে। 

ক্যামব্রিজ ডিকশনারির মুখপাত্র জানান, ইংরেজি শিখতে আগ্রহীদের জন্য অনেক গবেষণার পর এ সংজ্ঞা সংযোজন করা হয়েছে। 

নারীর সংজ্ঞার পরিবর্তন করায় টুইটারে প্রতিবাদ জানিয়ে স্টিভেন ক্রাউডার নামের একজন লিখেছেন- ‘ক্যামব্রিজ ডিকশনারি শুধু নারীর সংজ্ঞা পরিবর্তন করেছে। যদি ভাষা নিয়ন্ত্রণ করা যায় তবে জনসংখ্যাও নিয়ন্ত্রণে চলে আসে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments