Thursday, April 18, 2024
spot_img
Homeধর্মনবীদের পুণ্যভূমি

নবীদের পুণ্যভূমি

ইদরিস (আ.)-এর স্মৃতিবিজড়িত স্থান

আদম (আ.) ও শিস (আ.)-এর পর আল্লাহর পক্ষ থেকে তৃতীয় নবী ছিলেন ইদরিস (আ.)। পবিত্র কোরআনে দুইবার আল্লাহর নবী ইদরিস (আ.)-এর কথা উল্লেখ করা হয়েছে। তাঁকে সত্যবাদী নবী, উঁচু মর্যাদাবান ও ধৈর্যশীল হিসেবে অভিহিত করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘আপনি এই কিতাবে স্মরণ করুন ইদরিসের কথা, তিনি সত্যনিষ্ঠ নবী ছিলেন। এবং আমি তাকে উঁচু মর্যাদায় উন্নীত করেছিলাম।’ (সুরা মারইয়াম, আয়াত : ৫৬-৫৭)

হাদিসের বর্ণনা মতে, তিনি সর্বপ্রথম কলম দিয়ে লিখেছেন এবং মিরাজের রাতে চতুর্থ আসমানে তাঁর সঙ্গে মুহাম্মদ (সা.)-এর সাক্ষাৎ হয়। তিনি গণিতশাস্ত্র ও জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন।

ইদরিস (আ.) মিসরের মেমফিস  (Memphis)  শহরে জন্মগ্রহণ করেন। কারো মতে ইরাকের ব্যাবিলন শহরে জন্মগ্রহণ করেন এরপর মিসরে হিজরত করেন। সুরিয়ানি ভাষায় তাঁর মূল নাম ছিল হিরমাস আল-হারামিসা। কথিত আছে, তাঁর সময়ে ১৮৮টি নগর তৈরি হয়েছিল। তিনিই সর্বপ্রথম প্রজ্ঞাপূর্ণ কথার প্রচলন ঘটান।

সূত্র : আতলাস আল-কোরআন, ড. শাওকি আবু খলিল

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments