Saturday, April 20, 2024
spot_img
Homeধর্মনবজাতক শিশুর কানে আজান দিয়ে নাম রাখলেন এরদোয়ান

নবজাতক শিশুর কানে আজান দিয়ে নাম রাখলেন এরদোয়ান

ভূমিকম্প থেকে রক্ষা পাওয়া মায়ের

ভয়াবহ ভূমিকম্প থেকে রক্ষা পাওয়া এক নারীর নবজাতক শিশুর কানে আজান দিয়ে নাম রেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ক্ষতিগ্রস্তদের দেখতে ইস্তাম্বুলের বাসাকসেহির ক্যাম ও সাকুরা সিটি হাসপাতালে যান তিনি।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি সূত্রে জানা যায়, হাসপাতালে হতাহতদের দেখতে গেলে ওই শিশুর মা শিশুর নাম রাখার আবদার করেন। এ সময় তিনি নবজাতক শিশুর কানে আজান দিয়ে তার নাম রাখেন আশেয়া বেতুল। 

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় দুটি প্রচণ্ড ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে  তুরস্কেই নিহত হয়েছে ৩৫ হাজার ৪১৮ জন এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নিহত হয়েছে পাঁচ হাজার ৮০০ জনের বেশি। তুরস্কের আঙ্কারা ও ইস্তাম্বুলের পাশাপাশি বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ৭ দশমিক ৭ ও ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে দেশটির ১০টি প্রদেশে ভয়াবহ আঘাত করে। আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে হাতায়, গাজিয়ানটেপ, আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, কাহরামানমারাস, কিলিস, মালটিয়া, ওসমানিয়ে ও সানলিউরফা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments