Tuesday, April 16, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিনতুন মডেলের ডিএসএলআর ক্যামেরা তৈরি করবে না নিকন

নতুন মডেলের ডিএসএলআর ক্যামেরা তৈরি করবে না নিকন

ডিজিটাল সিঙ্গল লেন্স রিফ্লাক্স বা ডিএসএলআর ক্যামেরার নতুন কোনো মডেল বাজারে আনবে না জাপানি কম্পানি নিকন। জাপানের সংবাদমাধ্যম নিক্কে এই তথ্য জানিয়েছে। তাদের দাবি, নিকন ডি৬ কম্পানিটির শেষ ডিএসএলআর ক্যামেরা। ক্যামেরাটি বাজারে এসেছিল ২০২০ সালের জুনে।

এরপর আর কোনো নতুন মডেলের ডিএসএলআর ক্যামেরা ডিজাইন করেনি নিকন। এখন থেকে তারা শুধু মিররলেস প্রযুক্তির ক্যামেরা আনবে।

তবে এসব দাবি সঠিক কি না তা নিশ্চিত করেনি নিকন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, এমন কোনো ঘোষণা তারা দেয়নি। ডিজিটাল এসএলআর ক্যামেরার উৎপাদন, সরবরাহ এবং ক্রেতাদের সেবা দেওয়া অব্যাহত থাকবে। স্মার্টফোনের কারণে দিন দিন ছোট হয়ে আসছিল ডিজিটাল এসএলআর ক্যামেরার বাজার। ধারণা করা হচ্ছে, স্মার্টফোন ক্যামেরা ও মিররলেস প্রযুক্তির ক্যামেরার সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে নিকন। এক দশক ধরেই মিররলেস ক্যামেরা বাজার দখল করছে। এই প্রযুক্তির ক্যামেরা দ্রুত ছবি তুলতে পারে এবং ছবি প্রসেস করতে সময় কম নেয়। উন্নতমানের ছবি ও ভিডিও ধারণ করা গেলেও আকারে বেশ ছোট। তাই মিররলেস ক্যামেরার জনপ্রিয়তা ডিএসএলআরকে ছাড়িয়ে গেছে। উল্লেখ্য, নিকনের প্রথম এসএলআর ক্যামেরা বাজারে আসে ১৯৫৯ সালে।               

 সূত্র : দ্য ভার্জ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments