Tuesday, April 16, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিনতুন প্লে স্টেশন ৫-এ থাকবে ডিটাচেবল ডিস্ক ড্রাইভ

নতুন প্লে স্টেশন ৫-এ থাকবে ডিটাচেবল ডিস্ক ড্রাইভ

নতুন ডিজাইনের প্লে স্টেশন ৫ আনবে সনি। প্লে স্টেশন ৫-এর ‘ডি’ সংস্করণের কনসোলের ভেতর কোনো ডিস্ক ড্রাইভ থাকবে না। গেমিং কনসোলের পেছনে থাকা ইউএসবি-সি পোর্টের মাধ্যমে আলাদাভাবে এক্সটার্নাল ডিস্ক ড্রাইভ যুক্ত করা যাবে। তাই ধারণা করা হচ্ছে, ব্যবহারকারীদের ডিস্ক কেনার জন্য বাড়তি খরচ করতে হবে।

বর্তমানে দুটি মডেলের প্লে স্টেশন ৫ বাজারে আছে। একটি হলো ডিজিটাল ভার্সন। এর দাম ৪০০ ডলার। ডিস্ক ড্রাইভসহ অন্য মডেলটির দাম ৫০০ ডলার। যারা এখন ডিজিটাল ভার্সন প্লে স্টেশন ৫ ব্যবহার করছে তারাও এক্সটার্নাল ড্রাইভ যুক্ত করার সুযোগ পাবে। উৎপাদনপ্রক্রিয়া সহজ করতেই এ সিদ্ধান্ত নিয়েছে সনি। এর ফলে দুটি আলাদা মডেলের প্লে স্টেশন  আনার প্রয়োজন পড়বে না। দামও কম রাখা সম্ভব হবে। ধারণা করা হচ্ছে, শিগগিরই বর্তমান দুই মডেলের উৎপাদন বন্ধ করে দেবে সনি। এক্সটার্নাল ডিস্কসহ প্লে স্টেশন ৫ আসবে ২০২৪ সালে।

 সূত্র : ম্যাশেবল

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments