Friday, March 29, 2024
spot_img
Homeধর্মদৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

মসজিদ হওয়ার জন্য ওয়াকফ জরুরি

প্রশ্ন : আমার বাড়ির পাশে একটি মসজিদ এমন আছে, যা ওয়াকফ করা হয়নি। ওই মসজিদে জুমা ও ওয়াক্তিয়া নামাজ হবে? মসজিদ হওয়ার জন্য ওয়াকফ জরুরি?

শাহ নিজাম, লাকসাম

উত্তর : ইসলামী শরিয়তের দৃষ্টিতে মসজিদ হওয়ার জন্য মসজিদের জায়গা ব্যক্তিমালিকানা থেকে মুক্ত হয়ে মসজিদের নামে ওয়াকফ হওয়া জরুরি। ওয়াকফ মৌখিকভাবে হলেও যথেষ্ট। অন্যথায় সেখানে জুমা ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুদ্ধ হলেও তাকে শরয়ি মসজিদ বলা যাবে না।

তবে ভবিষ্যতের দিকে লক্ষ করে দেশের আইনানুযায়ী ওয়াকফ দলিল হওয়া বাঞ্ছনীয়। (বাদায়েউস সানায়ে : ৬/২২০, আদ্দুররুল মুখতার : ৪/৩৫৫, এমদাদুল আহকাম : ৩/২০২)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments